হোম /খবর /মালদহ /
নৌকাবিহারে গিয়ে বিপত্তি! নৌকা উল্টে জলে ডুবে মৃত্যু দুই পড়ুয়ার

Malda News- ইদের ছুটি উপলক্ষে নৌকাবিহারে গিয়ে মর্মান্তিক পরিণতি! জলে ডুবে মৃত্যু দুই পড়ুয়ার

X
নিখোঁজদের [object Object]

নৌকাবিহারে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই ডাক্তারি পড়ুয়ার। মালদহের ইংরেজবাজার থানার যদুপুর এলাকার ঘটনা

  • Share this:

#মালদহ- ইদের ছুটি উপলক্ষে পিকনিক করতে এসে ছয় বন্ধু মিলে পুকুরে নৌকাবিহার করার সময় উল্টে গেল নৌকা। পুকুরের জলে ডুবে মৃত্যু হল দুই জনের। মালদহের ইংরেজবাজার থানার যদুপুর-২ নম্বর পঞ্চায়েতের বাদলমোড় এলাকার ঘটনা। স্থানীয়রা তড়িঘড়ি চারজনকে উদ্ধার করে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আশেপাশের বাসিন্দারা ছুটে এসে পুকুরে জাল ফেলে মৃতদেহ দুটি উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই জন হল সলিউদজামান বাবার আক্তার হোসেন (১৯)। বাড়ি কালিয়াচকের সুজাপুরের মূলবি পাড়ায়। রেজুয়ান শেখ বাবার হাজী আব্দুস সামাদ(১৯), বাড়ি কালিয়াচকের সুজাপুর মুলবিপাড়ায়। মৃত দুই জন ডাক্তারি পড়ুয়া। জলে ডুবে গুরুতর জখম হয়েছে চার জন। বর্তমানে তারা মালদহ মেডিক্যালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইদের ছুটি উপলক্ষে বুধবার পিকনিক করতে এসেছিল ছয় বন্ধু। মৃত সালিউদজামানদের পারিবারিক পুকুর পাড়ে পিকনিক করছিল তারা। পিকনিক করার সময় ছয় বন্ধু মিলে একটি ছোট্ট নৌকায় নৌকাবিহার করতে যায়। পুকুরের মাঝামাঝি গিয়ে ঘটে বিপত্তি, নৌকা উল্টে যায়। ছয়জনের মধ্যে অধিকাংশই সাঁতার জানত না। আশেপাশের বাসিন্দারা তাদের পুকুরে ডুবতে দেখে ছুটে আসে। তড়িঘড়ি চারজনকে উদ্ধার করতে পারে তারা। বাকি দুইজন পুকুরের জলে তলিয়ে যায়। পরে মাছ ধরার জাল দিয়ে তাদেরকে উদ্ধার করা হয়।

মৃতের এক আত্মীয় আবদুল আহাদ বলেন, "ইদের ছুটি উপলক্ষে পারিবারিক পুকুরে বন্ধুদের নিয়ে পিকনিক করতে গিয়েছিল তারা। পিকনিকে গিয়ে ছয় বন্ধু মিলে নৌকাবিহার করছিল। সেই সময় নৌকা ডুবে যায়। সাঁতার না জানায় জলে ডুবতে থাকে তারা। আশেপাশের বাসিন্দারা উদ্ধার করেছে চারজনকে। তবে বাকি দুইজন গভীর জলে তলিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করা হয়।"

Harashit Singha
Published by:Samarpita Banerjee
First published:

Tags: Boat Drowned, Malda