Malda News: ট্রেনের কামরা থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকার গাঁজা! গ্রেফতার মা ও ছেলে
- Reported by:HARASHIT SINGHA
- hyperlocal
Last Updated:
Malda News: ট্রেনের এসি কামরায় যাত্রী মা ও ছেলে। সঙ্গে একাধিক বড় বড় ব্যাগ। মালদহ টাউন স্টেশনে তল্লাশি করতেই ব্যাগগুলি থেকে বেড়িয়ে আসল লক্ষ লক্ষ টাকার গাঁজা। যা দেখে চক্ষু চড়কগাছ রেল পুলিশের। ঘটনা ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনের।
মালদহ: ট্রেনের এসি কামরায় যাত্রী মা ও ছেলে। সঙ্গে একাধিক বড় বড় ব্যাগ। মা ও ছেলের আচরণ দেখে সন্দেহ হয় রেল পুলিশের। মালদহ টাউন স্টেশনে তল্লাশি করতেই ব্যাগগুলি থেকে বেড়িয়ে আসল লক্ষ লক্ষ টাকার গাঁজা। যা দেখে চক্ষু চড়কগাছ রেল পুলিশের। ঘটনা ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনের।উদ্ধার হওয়া গাঁজা মণিপুর থেকে সংগ্রহ করে কলকাতায় পাচার করতবলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান।
দুজনকেই গ্রেফতারের পর মঙ্গলার মালদহ আদালতে তোলে রেল পুলিশ। রেল পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃত মা ও ছেলে আলিপুর দুয়ার থেকে শিয়ালদহের টিকিট কাটে এসি কামড়ার ১ এর ৫ ও ৬ নম্বর বার্থে ওঠে। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাত্রে মালদহ টাউন স্টেশনে হানা দেয় রেল পুলিশের বিশেষ টিম। ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসের এ-১ কোচে তল্লাশী চালালে ওই কামড়ার ৫,৬ নম্বর বার্থের সিটের তলা থেকে চারটি ব্যাগ উদ্ধার হয়।সেই ব্যাগে বেআইনি গাঁজা সহ মা ও ছেলেকে গ্রেফতার করে আরপিএফ এর সিআইবি এর বিশেষ দল।
advertisement
advertisement
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মায়োনি সরকার এবং তার ছেলে তুষার সরকার। এদের বাড়ি আলিপুরদুয়ারের শিরা দহি এলাকায়। পুলিশের অনুমান দীর্ঘ দিন ধরে ধৃতরা এই কাজ করে আসছেন। তবে এই চক্রের সঙ্গে আরও কে বা কারা জড়িতে তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
July 25, 2023 6:29 PM IST