Malda News: ওষুধ দোকানে কাজের ফাঁকে প্র্যাকটিস করে তাইকোন্ডায় রাজ্য চ্যাম্পিয়ন মালদহের তরুণ
- Published by:Ananya Chakraborty
Last Updated:
তাইকোন্ডোর রাজ্য স্তরের অনূর্ধ্ব ১৮ বিভাগে স্বর্ণপদক জেতে প্রবীর রঞ্জন সরকার। শত প্রতিকূলতার মধ্যে লড়াই করে প্রবীর এই সাফল্য এনে দেওয়ায় খুশি মালদহের মানুষ।
মালদহ: সিনেমায় দেখে প্রথম তাইকোন্ডো শেখার ইচ্ছে জন্মায়। সেই শখ পূরণের লক্ষ্যেই প্রবীর রঞ্জন স্বর্ণকার ভর্তি হয় তাইকোন্ডো প্রশিক্ষণে। যদিও পারিবারিক সমস্যার কারণে বেশি দিন প্রশিক্ষণ নেওয়া হয়নি। সংসার চালাতে উচ্চমাধ্যমিকের পরই ওষুধের দোকানে কাজ শুরু করে। তবে তাইকোন্ডোর প্রতি ভালবাসাটা থেকেই গিয়েছিল। আর তাই কাজের ফাঁকে আবারও তাইকোন্ডো প্রশিক্ষণে যোগ দেয় প্রবীর। সেই তরুণেরই হাত ধরে সাফল্য এল মালদহে।
তাইকোন্ডোর রাজ্য স্তরের অনূর্ধ্ব ১৮ বিভাগে স্বর্ণপদক জেতে প্রবীর রঞ্জন সরকার। শত প্রতিকূলতার মধ্যে লড়াই করে প্রবীর এই সাফল্য এনে দেওয়ায় খুশি মালদহের মানুষ। পুরাতন মালদহ পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের মোকাতিপুরে বাড়ি তাইকোন্ডো চ্যাম্পিয়ন প্রবীরের। জানা গেল, রাজ্যস্তরের প্রতিযোগিতার মাত্র গত কয়েক মাস আগে প্রশিক্ষণ শুরু করে এই কৃতি তরুণ। তারপরই জলপাইগুড়ির ধুপগুড়িতে রাজ্যস্তরের তাইকোন্ডো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
advertisement
advertisement
এপ্রিলের ২ তারিখ এই প্রতিযোগিতা ছিল। সেখানে মোট ৭০০ জন প্রতিযোগী বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেছিলেন। প্রবীর তার বয়স অনুযায়ী অনূর্ধ্ব ১৮ বিভাগে অংশ নেয়। সেখানে সে স্বর্ণপদক এবং ব্রোঞ্জ জেতে। সোনার ছেলে প্রবীর তার এই সাফল্য প্রসঙ্গে বলে, আমি সোনা জয় করেছি। আমি চাই অন্যরাও এইভাবে এগিয়ে আসুক। খেলাধুলা স্বাস্থ্যের পক্ষে ভাল।
advertisement
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
April 11, 2023 9:12 PM IST