Malda News: চাঁদা নিয়ে জুলুম নয়, বরং অতিরিক্ত টাকা ফেরাচ্ছেন মালদার পুজো কমিটি
Last Updated:
রাস্তা বন্ধ করে পুজোর চাঁদার জুলুম, কোথাও বাড়ি বাড়ি গিয়ে চাঁদার জুলুমের কথা শোনা যায়। কিন্তু মালদায় একেবারে উল্টো ঘটনা।
#মালদহ: রাস্তা বন্ধ করে পুজোর চাঁদার জুলুম, আবার কোথাও বাড়ি বাড়ি গিয়ে অতিরিক্ত চাঁদার জুলুমের কথা শোনা যায়। কিন্তু অতিরিক্ত চাঁদা টাকা বাড়ি বাড়ি গিয়ে ফেরত দেওয়ার ঘটনা একেবারেই বিরল। পুজোর খরচের অতিরিক্ত টাকা হয়তো এর আগে কোন পুজো কমিটি বাড়ি বাড়ি গিয়ে ফেরৎ দেয়নি। এবার দূর্গা পুজোয় এমনি এক উদাহরণ মালদহ শহরের চার্চপল্লী মহিলা পরিচালিত দুর্গাপুজো কমিটি।
রাজ্য সরকারের অনুদান পাচ্ছে এই মহিলা পুজো কমিটি। উদ্যোগতারা হিসেব করে দেখেছেন অনুদানের টাকা পেলে চাঁদার টাকা বেঁচে যাচ্ছে। তাই এবার অতিরিক্ত টাকা ফেরত দিয়ে দিচ্ছেন মহিলারা। মালদহ শহরের চার্চপল্লীর মহিলারা মিলিত হয়ে ১৬ বছর ধরে দুর্গা পুজো করছেন। চার্চপল্লী এলাকার বাহান্নটি পরিবারের কাছে চাঁদার টাকা নিয়ে এই পুজো সম্পূর্ণ হয়। প্রতিবছরই পুজোর আগে বাজেট তৈরি করে সেই হিসাবে বাড়ি বাড়ি অর্থ সংগ্রহ করেন চার্চপল্লী দুর্গোৎসব কমিটির মহিলা সদস্যরা। কিন্তু এবারের চিত্রটা সম্পূর্ণ অন্যরকম।
advertisement
আরও পড়ুন: দুই হারিয়ে যাওয়া শাবককে ফিরিয়ে নিল মা চিতাবাঘ, ক্যামেরায় অভূতপূর্ব দৃশ্য!
সরকারি সাহায্যের টাকা মিলবে কি না , তা নিয়ে সংশয় ছিল। তাই আগে বাড়ি বাড়ি গিয়ে ধার্যকরা চাঁদার টাকা সংগ্রহ করে নিয়েছিলেন পুজো কমিটির মহিলা সদস্যরা। কয়েকদিন আগে তাঁরা জানতে পারেন মুখ্যমন্ত্রীর দেওয়া ৬০ হাজার টাকা পাচ্ছেন। তারপরেই অগ্রিম যে চাঁদা তুলেছিলেন , তা ফেরত দেওয়ার কাজ শুরু করেছেন। যেটুকু প্রয়োজন সেই টাকা রেখে বাকি টাকা ফেরত দিয়ে আসছেন। চার্চপল্লী দুর্গোৎসব কমিটির মহিলা সদস্যদের অভিনব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
advertisement
advertisement
আরও পড়ুন: বৌদিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ ভাসুরের বিরুদ্ধে, বকুলতলায় ভয়াবহতা!
কেন এমন উদ্যোগ? পুজো কমিটির সদস্যরা জানান, মাঝে দুই বছর করোনা পরিস্থিতিতে মানুষ খুব কষ্ট করেছে। এখনো বহু মানুষ সমস্যায় রয়েছেন। পুজোর সময় সকলের উৎসব আনন্দে সামিল হওয়ার ইচ্ছে থাকে। কিন্তু আর্থিক অনটনের জেরে অনেকেই সামিল হতে পারেন না। ফেরত দেওয়া চাঁদার টাকা অনেকের পুজোয় কাজে লাগবে। সেই চিন্তা ভাবনা থেকেই এমন উদ্যোগ মহিলা পুজো কমিটির। চাঁদার টাকা অতিরিক্ত হয়ে গেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, আবার কেউ ভোজনের আয়োজন করে। কিছু পুজো উদ্যোগতা আগামী বছরের জন্য টাকা মজুত রাখে। তবে মহিলা পরিচালিত চার্চপল্লী পুজো কমিটি নতুন দিশা দেখাচ্ছে। এই প্রথম চাঁদার টাকা ফেরত দিয়ে উদাহরণ তৈরি করছেন তাঁরা।
advertisement
হরষিত সিংহ
view commentsLocation :
First Published :
September 21, 2022 3:51 PM IST
