advertisement

Malda News: জল গরম করতে বসিয়ে অজান্তেই শাড়ির আঁচলে লেগে আগুন! সর্বনাশ হয়ে গেল

Last Updated:

শীতের রাতে জল গরম করার সময় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। গ্যাসে জল গরম করার সময় অসাবধানতাবশত কাপড়ে আগুন ধরে যায়। সেই আগুন ক্ষণিকের মধ্যে গোটা শরীরে ছড়িয়ে পড়ে।

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু গৃহবধূর
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু গৃহবধূর
#মালদহ: শীতের রাতে জল গরম করার সময় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। গ্যাসের উনানে জল গরম করার সময় অসাবধানতাবশত কাপড়ে আগুন ধরে যায়। সেই আগুন ক্ষণিকের মধ্যে গোটা শরীরে ছড়িয়ে পড়ে। গৃহবধূ চিকিৎসা শুরু করলে ছুটে আসে পরিবারের অন্যান্য সদস্যরা। অগ্নিদগ্ধ অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে তড়িঘড়ি মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মৃত্যু হয়।
পুরাতন মালদহের ছাতিয়ান মোড় এলাকার ঘটনা। পরিবার সূত্রে জানা গিয়েছে,মৃত গৃহবধূর নাম সোমা দে কর্মকার(২০)। গত দু'বছর আগে বিয়ে হয়। পরিবারের দুই মাসের এক কন্যা সন্তানে রয়েছে। স্বামী কৃষ্ণ কর্মকার পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী।
advertisement
advertisement
জানা যায়, অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতে বাড়িতে জল গরম করার জন্য গ্যাস ধরাতে গিয়েছিল। সেই সময় গ্যাসের আগুন ওই গৃহবধুর গায়ে লেগে যায় বলে পরিবার সূত্রে জানা যায়। গৃহবধূর চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে আসে। তড়িঘড়ি গৃহবধূকে উদ্ধার করে রাতে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
advertisement
গৃহবধূর শরীরের প্রায় নব্বই শতাংশ পুড়ে গিয়েছিল এমনটাই চিকিৎসকেরা জানিয়েছেন। চিকিৎসা চলাকালীন ভোর রাতে মৃত্যু হয় ওই গৃহবধূর। ঘটনাকে ঘিরে মেয়ের বাড়ির পরিবার ও ছেলের পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গের সামনে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত গৃহবধুর পরিবারে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃতের আত্মীয় সুমন্ত দে বলেন, ‘‘গ্যাসে জল গরম করতে গিয়েছিল। সেই সময় কাপড়ে আগুন ধরে যায়। গোটা শরীরে আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত হাসপাতালে ভর্তি করি।গভীর রাতে মৃত্যু হয়েছে।’’
advertisement
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: জল গরম করতে বসিয়ে অজান্তেই শাড়ির আঁচলে লেগে আগুন! সর্বনাশ হয়ে গেল
Next Article
advertisement
West Bengal Weather Update: আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
  • আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে

  • উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা

  • ঘন কুয়াশায় সকালের দিকে দৃশ্যমানতা কম থাকবে উত্তরবঙ্গে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement