Malda News: ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, কুপিয়ে খুনের চেষ্টা! মালদহে চাঞ্চল্যকর কাণ্ড
Last Updated:
রাতে কাজ শেষ করে মোটরবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন লিচু ব্যবসায়ী। হঠাৎ তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে কয়েকজন দুষ্কৃতী।
#মালদহ: রাতে কাজ শেষ করে মোটরবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন লিচু ব্যবসায়ী। হঠাৎ ব্যবসায়ীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে কয়েকজন দুষ্কৃতী। ব্যবসায়ীর পায়ে গুলি লাগলে রাস্তার উপর বাইক নিয়ে পড়ে যায়। অভিযোগ, সেই অবস্থায় দুষ্কৃতীরা ধারাল অস্ত্র দিয়ে খুন করার চেষ্টা করে। জখম ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।
ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহের কালিয়াচক থানার সুলতানগঞ্জ এলাকায়। গুলিবিদ্ধ ব্যবসায়ীকে উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তবে অবস্থা আশঙ্কাজনক থাকায় রাতে তাকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: বাথরুমে বসে শ্রদ্ধাকে টুকরো করার ফাঁকে বিয়ার-সিগারেট খায় আফতাব, অর্ডার দেয় মুখরোচক খাবার!
পরিবার সুত্রে জানা গিয়েছে, জখম ব্যক্তির নাম নাজিমুল হক। বাড়ি মালদহের কালিয়াচকের সুলতানগঞ্জে। পেশায় তিনি লিচু ব্যবসায়ী। অভিযোগ জমি সংক্রান্ত বিষয়ে পারিবারিক বিবাদ চলছিল আত্মীয়দের সঙ্গে। সেই বিবাদের জেরেই এদিন তাকে লক্ষ করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা, প্রাথমিক অনুমান জখম ব্যবসায়ী ও তার পরিবারের লোকেদের।
advertisement
advertisement
আরও পড়ুন: বাবা নিহত, মা আশঙ্কাজনক! ছেলের রক্তাক্ত কীর্তিতে বিস্মিত কৃষ্ণগঞ্জ
তবে রাতের অন্ধকারে হঠাৎ গুলি ছোঁড়ার ঘটনায় ধোঁয়াশা তৈরি হয়েছে। এদিন রাতে কালিয়াচক এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে জাতীয় সড়কের পার্শ্ববর্তী স্থানে ঘটনাটি ঘটেছে। ঘটনায় পরিবারের পক্ষ থেকে কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
advertisement
হরষিত সিংহ
Location :
First Published :
November 18, 2022 2:56 PM IST