Malda News: বাঁশের কাজেই মিলল জাতীয় পুরষ্কার! অসাধারণ শিল্পকলা মালদহের শিল্পীর
- Published by:Piya Banerjee
Last Updated:
Malda News: বাঁশের তৈরি সিংহাসন ও কৃষ্ণমূর্তি নজর কেড়েছে জাতীয় স্তরের বিচারকদের। শুধু মাত্র বাঁশ দিয়েই সিংহাসন ও মূর্তি তৈরি করে নিজের শিল্পসত্বাকে তুলে ধরেছেন মালদহের হস্তশিল্পী বিপদভঞ্জন সাহা।
#মালদহ: বাঁশের তৈরি সিংহাসন ও কৃষ্ণমূর্তি নজর কেড়েছে জাতীয় স্তরের বিচারকদের। শুধু মাত্র বাঁশ দিয়েই সিংহাসন ও মূর্তি তৈরি করে নিজের শিল্পসত্বাকে তুলে ধরেছেন মালদহের হস্তশিল্পী বিপদভঞ্জন সাহা। আর তারি জেরে হস্তশিল্পে জাতীয় স্তরের পুরস্কারে জন্য মনোনীত হয়েছেন। কেন্দ্র সরকারের টেক্সটাইল দফতরের তরফ জাতীয় স্তরের এই পুরস্কার ও সন্মান প্রদান করা হবে। ইতিমধ্যে দফতরের তরফ থেকে পুরুস্কারের জন্য মনোনীত হওয়ার বিষয়টি জানানো হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি পুরস্কার নিতে চলেছেন।তবে এখনো পুরুস্কার প্রদানের তারিখ ঘোষণা করা হয়নি।বাঁশ ও বেত বিভাগে তিনি দেশের মধ্যে সেরা বিবেচিত হয়েছেন।এর আগে ২০১৬ সালে বাঁশের কাজ করে জাতীয় মেধা পুরস্কার পান।স্বাভাবিক ভাবে খুশি হস্তশিল্পী। বিপদভঞ্জনবাবু বলেন ‘জাতীয় স্তরে পুরস্কার পাওয়া আমার স্বপ্ন ছিল। এতদিন পর সেই স্বপ্ন সার্থক হল। এবার আমি আগামীতে আরো ভাল সাফল্যের জন্য প্রস্তুতি শুরু করেছি।
মালদহ শহরের কুতুবপুর মিস্ত্রী পাড়ার বাসিন্দা বিপদভঞ্জন সাহা। ছোট বেলা থেকেই তাঁর বাঁশ ও বেতের সামগ্রী তৈরির সখ ছিল। কোন শিক্ষাগুরু নেই, নিজেই নিজের উদ্যোগে কাজ শেখেন। বাঁশের দিয়ে কুলো, পাখা তৈরি করতে দেখতেন ছোট বেলা। সেখান থেকেই এই কাজের উপর ঝুঁকি বাড়ে। নিজের অবসর সময়ে বাইরে কোথাও না ঘুরে বাড়িতে বসে তৈরি করেন বিভিন্ন সামগ্রী। এখনো তিনি তৈরি করে চলেছেন। ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী থেকে দেব দেবীর মূর্তি বাঁশ দিয়েই তৈরি করেন।
advertisement
২০১৯ সালে সিংহাসন সহ কৃষ্ণমূর্তি রাজ্য স্তরের প্রতিযোগিতার জন্য তৈরি করেন। রাজ্যে তিনি এই বিভাগে প্রথম হন। তারপর তিনি জাতীয় স্তরে যাওয়ার সুযোগ করে নেয়। জাতীয় স্তরে সেরা হয়ে রাজ্য তথা জেলার নাম উজ্জ্বল করেছেন। করোনা লকডাউন পরিস্থিতিতে মাঝে বন্ধ হয়ে পড়েছিল প্রতিযোগিতা। ২০১৯ সালের পুরুস্কার এই বছর প্রদান করা হচ্ছে। বিপদভঞ্জন বাবুর ইচ্ছে এবার তিনি তাঁর শিল্পকলা সকলের মধ্যে তুলে ধরতে চান। তাই তিনি জেলায় একটি প্রদর্শনী করার ইচ্ছে প্রকাশ করেছে। তিনি চান সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক এই বাঁশের কুটিরশিল্প।
advertisement
advertisement
হরষিত সিংহ
Location :
First Published :
November 13, 2022 12:17 AM IST