Child Marriage|| Malda News: এই কাজ করলেই হতে হবে গ্রেফতার! নাবালিকার বিয়ে রুখতে আরও কড়া হচ্ছে প্রশাসন
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
নাবালিকা মেয়েকে বিয়ে করলে বা পরিবার বিয়ে দিলে গ্রেফতার করা হচ্ছে। বাল্য বিবাহ রুখতে এমনি কড়া পদক্ষেপ গ্রহন করছে প্রশাসন। আগে মানুষে সচেতন করা হয়েছে। কিন্তু তারপরেও বহু মানুষ এখনো সচেতন হয়নি। তাই প্রশাসনের পক্ষ থেকে এমন কড়া পদক্ষেপ গ্রহণ।
মালদহ: নাবালিকা মেয়েকে বিয়ে করলে বা পরিবার বিয়ে দিলে গ্রেফতার করা হবে। বাল্য বিবাহ রুখতে এমনি কড়া পদক্ষেপ গ্রহন করছে প্রশাসন। আগে মানুষকে সচেতন করা হয়েছে। কিন্তু তারপরেও বহু মানুষ এখনও সচেতন হয়নি। তাই প্রশাসনের পক্ষ থেকে এমন কড়া পদক্ষেপ গ্রহণ।
বর্তমানে গ্রেফতার ব্যাপক হারে হচ্ছে এমনটাই দাবি করলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়। বাল্যবিবাহ রোধ এবং শিশু শ্রমিক বন্ধ করার উদ্দেশ্যে মালদহের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন সুদেষ্ণা রায়।
advertisement
মালদহ বিবেকানন্দ যুব আবাসের সভাকক্ষে বৈঠকের আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন সুদেষ্ণা রায়, মুখ্য উপদেষ্টা অনন্যা চক্রবর্তী, অতিরিক্ত জেলাশাসক( জেলা পরিষদ) জামিল ফতেমা জেবা, জেলা পুলিশের ডিএসপি প্রশান্ত দেবনাথ-সহ বিভিন্ন দফতরের আধিকারিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা।
advertisement
দীর্ঘক্ষণ ধরে চলে বৈঠক। শিশুশ্রম বন্ধ, বাল্যবিবাহ রোধ-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে।। মানুষকে সচেতন করতে শিশু সুরক্ষা নিয়ে প্রশাসনিক কর্তা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাদের উপস্থিতিতে আলোচনা করা হয়। দীর্ঘদিন ধরে সচেতনতা ও প্রচার চালানোর পরেও মালদা জেলায় এখনও বাল্যবিবাহ হয়ে চলেছে। সাধারণ মানুষের মধ্যে আরও বেশি সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, আশা কর্মী-সহ বিভিন্ন নিচু স্তরের কর্মীদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল মালদহ জেলায়।
advertisement
হরষিত সিংহ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2023 3:11 PM IST