Malda News: রেলযাত্রীদের জন্য সুখবর! উত্তরবঙ্গ এক্সপ্রেস এবার থেকে থামবে এই স্টেশনেও
- Reported by:HARASHIT SINGHA
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
গৌড়বঙ্গের রেলযাত্রীদের জন্য সুখবর। এবার থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন দাঁড়াবে মালদহের কুমেদপুর স্টেশনেও।
মালদহ: গৌড়বঙ্গের রেলযাত্রীদের জন্য সুখবর। এবার থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন দাঁড়াবে মালদহের কুমেদপুর স্টেশনে। রেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানান হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস কুমেদপুর স্টেশনে দাঁড়াবে। দুই মিনিট এই স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। এতে মালদহ-সহ গৌড়বঙ্গের তিন জেলার যাত্রীদের পক্ষে যাতায়াতে অনেকটাই সুবিধা হবে।
যাত্রীদের সুবিধার জন্য, রেলওয়ে পরীক্ষামূলক ভিত্তিতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কুমেদপুর স্টেশনে শিয়ালদহ-বামনহাট-শিয়ালদহ এক্সপ্রেস অতিরিক্ত স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
রেল সূত্রে জানা গিয়েছে, ১৩২৪৭ শিয়ালদহ–বামনহাট এক্সপ্রেস ১৪ সেপ্টেম্বর শিয়ালদহ থেকে ছাড়বে। ট্রেনটি ১৫ সেপ্টেম্বর ৩.৩৮ মিনিটে কুমেদপুর স্টেশনে পৌঁছাবে। ৩.৪০ মিনিটে ছাড়বে।
অপরদিকে ১৩১৪৮ বামনহাট – শিয়ালদহ এক্সপ্রেস ১৪ সেপ্টেম্বর বামনহাট থেকে ছাড়বে। কুমেদপুর স্টেশনে পৌঁছাবে ১৪ সেপ্টেম্বর ২০.২০ মিনিটে।২০.২২ মিনিটে ছেড়ে যাবে। উত্তরবঙ্গবাসীর জন্য দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগের এই ট্রেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
মালদহ টাউন স্টেশনের ট্রেনের স্টপেজ রয়েছে। এছাড়াও অন্যান্য স্টেশনে দাঁড়াই। এবার থেকে কুমেদপুর স্টেশনে ট্রেনটি স্টপেজ হওয়ায় বহু রেলযাত্রীর পক্ষে অনেকটাই সুবিধা হবে এই ট্রেনটিতে যাতায়াত করার।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 09, 2023 7:57 PM IST







