Malda News: জব কার্ড আছে কিন্তু নেই কাজ, কীভাবে দিন কাটাচ্ছেন মালদহের এই গ্রামের শ্রমিকেরা

Last Updated:

পুরুষ-মহিলা এমনকী শিশুদেরকেও পেটের টানে যেতে হয় ভিনরাজ্যে। কিছু মহিলা বাড়িতে থাকলেও বিড়ি শ্রমিকের কাজ করেন। 

+
title=

#মালদহ: নাম মাত্র জব কার্ড। কোনওদিন মেলেনি সরকারি প্রকল্পের কাজ। সংসার চালাতে বাধ্য হয়েই ভিনরাজ্যে পাড়ি দিতে হয় গ্রামবাসীদের। পুরুষ মহিলা থেকে শিশুদেরকেও পেটের টানে যেতে হয় ভিনরাজ্যে শ্রমিকের কাজে। কিছু মহিলা বাড়িতে থাকলেও বিড়ি শ্রমিকের কাজ করেন। মালদহের ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম পঞ্চায়েতে অন্তর্গত বাগবাড়ি, বাহান্নবিঘা, এলাকার শ্রমিকদের অধিকাংশ এই অবস্থার মধ্যে রয়েছে। আবার কিছু শ্রমিক জব কার্ডে কাজ করলেও এখনও টাকা পাননি।
গ্রামের বাসিন্দারা জানান , ২০০৬ সালে তাদের তৈরি হয়েছিল জব কার্ড । দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী প্রতিটি পরিবারের এই জব কার্ডগুলি দেওয়া হয়েছিল। কিন্তু সেই জব কার্ড শুধু নামেই জব কার্ড এখনও পর্যন্ত তারা একদিনও পঞ্চায়েতের পক্ষ থেকে কোন কাজ পাননি। কাজ না মেলায় পঞ্চায়েতের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিচ্ছেন গ্রামবাসীরা। নিজের পেট চালাতে তারা কাজের অভাবে ভিন রাজ্যে গিয়ে কাজ করছেন। বছরে দুবার তারা অন্য রাজ্যে চলে যাচ্ছেন। সেখানে গিয়ে কাজ করছেন বাড়ির বেশিরভাগ করে ছেলে বা মেয়েরা অনেকেই ভিন্ন রাজ্যে কাজ যাচ্ছে কাজ করতে যাচ্ছেন। আবার অন্য রাজ্যে কাজ করতে গিয়ে অনেকেই আবার দুর্ঘটনায় মারাও যাচ্ছেন।
advertisement
advertisement
গ্রামবাসীরা জানাচ্ছেন, এই সরকার যে প্রতিশ্রুতি দিচ্ছে সেই প্রতিশ্রুতি একটুও কাজ করছে না শুধু বিভ্রান্তি ছড়াচ্ছে আমাদের মধ্যে। আমাদের জব কার্ডের সঠিক মূল্যায়ন হচ্ছে না। বছরে যদি আমরা দুইবার কাজ পেতাম তাহলেও আমাদেরকে আর বাইরে যেতে হত না। যদিও বর্তমানে একশো দিনের প্রকল্পের কাজ বন্ধ রয়েছে এমনটাই দাবি প্রশাসনিক কর্তাদের। তবে গ্রামের বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরেই তাদের কোন কাজ দেওয়া হয়নি।এমনকি কিছু কিছু এলাকায় কাজ হলেও টাকা দেওয়া হয়নি এখনো।
advertisement
কাজিগ্রাম পঞ্চায়েতে প্রধান সত্যজিৎ চৌধুরী জানান, ১০০ দিনের কাজের জন্য যে টাকা সে টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছে ।  ১০০ দিনের কাজ থাকলে এলাকার বহু মানুষ উপকৃত হত। রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বহুবার কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করেছে যাতে ১০০ দিনের কাজের টাকা গুলি দেওয়া হয়। তাই কেন্দ্রীয় সরকার এই টাকা না দেওয়ার ফলে রাজ্যের প্রতিটা পঞ্চায়েতের এই অবস্থা হয়ে রয়েছে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের এই রেস টানাটানিতে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা।
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: জব কার্ড আছে কিন্তু নেই কাজ, কীভাবে দিন কাটাচ্ছেন মালদহের এই গ্রামের শ্রমিকেরা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement