Malda: উদ্যান পালন সপ্তাহের সূচনা, বিভিন্ন ফল ও ফুল গাছের চারা বিতরণ

Last Updated:

সাধারণ ফসলের পাশাপাশি উদ্যানজাত ফসলে লাভের পরিমাণ বেশি। এমনকি অল্প সময়ে অধিক পরিমাণে চাষ করে ফলন বেশি হয়।

+
title=

#মালদহ : সাধারণ ফসলের পাশাপাশি উদ্যানজাত ফসলে লাভের পরিমাণ বেশি। এমনকি অল্প সময়ে অধিক পরিমাণে চাষ করে ফলন বেশি হয়। তাই কৃষকেরা উদ্যানজাত ফসল যেমন, বিভিন্ন ধরণের ফল, ফুল সবজি চাষে ঝুঁকি বাড়াচ্ছে। সরকারিভাবে উদ্যানপালন দফতরের তরফ থেকে কৃষকদের এই সমস্ত ফসল চাষের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নিয়মিত। অন্যান্য কৃষকরাও যাতে সাধারণ ফসলের পাশাপাশি এই ধরনের ফসল চাষে আগ্রহ প্রকাশ করেন তার জন্য সরকারিভাবে ফল ফুলের চারা বিতরণ ও নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের উদ্যোগে পাঁচ দিন উদ্যান পালন সপ্তাহ পালন করা হবে।
সোমবার আনুষ্ঠানিক সূচনা করা হয়। মালদহ শহরের ফার্মের মাঠে অবস্থিত জেলা উদ্যান ভবনে সপ্তাহব্যাপী উদ্যান পালন সপ্তাহের প্রথমদিন আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সপ্তাহব্যাপী জেলার একাধিক ব্লকে কৃষক প্রশিক্ষণ শিবির, বিনামূল্যে উন্নত প্রজাতির ফলের চারা বিতরণ, বর্ষাকালীন পেঁয়াজের বীজ বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক নিতিন সিংহানীয়া, উপ উদ্যান পালন অধিকর্তা সামন্ত লায়েক সহ অন্যান্যরা। প্রথম দিন উদ্যান পালন দফতরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষকদের মধ্যে উন্নত প্রজাতির আম এবং কলাগাছের চারা বিতরণ করা হয়।
advertisement
আরও পড়ুনঃ উত্তরসূরিদের চাকরির দাবিতে বিক্ষোভ সাফাই কর্মীদের
কি কি গাছের চারা বিতরণ করা হবে- আম- ৮৯ হাজার (আম্রপালি, হিমসাগর, ল্যাঙরা)উচ্চ ফলনশীল পেয়ারা- ২০ হাজার।
advertisement
লেবু- ২০ হাজার। মাল্টা- ২৫ হাজার। আপেল কুল- ১৬ হাজার ৫০০(দুই প্রজাতির) কলা- ৩ লক্ষ ৭০ হাজার এছাড়াও বর্ষাকালীন পেঁয়াজের বীজ বিলি করা হবে কৃষকদের মধ্যে।
advertisement
 
 
কোথায় কবে প্রশিক্ষণ শিবির চারা বিতরণ হবে-
 
 
২২ অগাস্ট ২০২২- উদ্যানপালন বিষয়ক কর্মশালা এবং ফলের চারা বিতরণ। জেলা উদ্যানপালন কার্যালয়, মালদহ
 
 
২৩ অগাস্ট ২০২২- উন্নত মানের ফলের চারা বিতরণ। স্থান- পুরাতন মালদহ ব্লক অফিস।
 
 
২৪ অগাস্ট ২০২২- কৃষক প্রশিক্ষণ ও সচেতনতা শিবির,স্থান- বামোনগোলা ব্লক অফিস চত্বরে।
advertisement
আরও পড়ুনঃ দিল্লিতে খেলার সুযোগ হাতিমারি হাই স্কুল মহিলা ফুটবল দলের
২৫ অগাস্ট ২০২২- উদ্যান পালন বিষয়ক কর্মশালা এবং ফলের চারা বিতরণ। স্থান- মহাকুমা উদ্যান পালন কার্যালয় চাঁচোল।
২৬ অগাস্ট ২০২২- কৃষক প্রশিক্ষণ ও সচেতনতা শিবির। স্থান - কালিয়াচক এক নম্বর ব্লক।
২৭ অগাস্ট ২০২২- কৃষক প্রশিক্ষণ ও সচেতনতা শিবির। স্থান- রতুয়া ২ নম্বর ব্লক।
advertisement
উদ্যান পালন দফতরের সাথে যোগাযোগ করে সমস্ত কৃষকেরা এই প্রশিক্ষণ শিবির কর্মশালায় যোগদান করতে পারবেন।
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda: উদ্যান পালন সপ্তাহের সূচনা, বিভিন্ন ফল ও ফুল গাছের চারা বিতরণ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement