Fishermen Registration: আপনি কি মৎস্যজীবী? সরকারি সুযোগ-সুবিধা পেতে অবশ্যই এই কাজ করুন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
নতুন করে মৎস্যজীবীদের নাম নথিভুক্তকরণ শুরু হয়েছে মালদহ জেলা জুড়ে। মালদহ জেলা মৎস্য দফতরের উদ্যোগে প্রতিটি ব্লক স্তরে আবেদনপত্র নেওয়া চলছে।
মালদহ: নতুন করে মৎস্যজীবীদের নাম নথিভুক্তকরণ শুরু হয়েছে মালদহ জেলা জুড়ে। মালদহ জেলা মৎস্য দফতরের উদ্যোগে প্রতিটি ব্লক স্তরে আবেদনপত্র নেওয়া চলছে। রাজ্য সরকারের উদ্যোগে দুয়ারে সরকার পঞ্চম পর্যায়ে মৎস্যজীবীদের নাম নথিভুক্ত করনের জন্য আবেদন পত্র নেওয়া হয়েছে। এর মাধ্যমে মৎস্যজীবীদের পরিচয় পত্র প্রদান করা হবে।
একজন প্রকৃত মৎস্যজীবীর মৎস্যজীবী কার্ড থাকলে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে সুবিধা হবে তার। একজন মৎস্যজীবীর ফিশারি ম্যান রেজিস্ট্রেশন থাকলে কি কি সুবিধা পেতে পারেন, ফিশারি ম্যান হিসেবে রেজিস্ট্রেশন করলে একজন মৎস্যজীবী হিসাবে পরিচয় পত্র পাবেন। মৎস্যজীবীদের জন্য সরকারি যে বীমা রয়েছে সেই বীমার আওতায় আসতে পারবে মৎস্যজীবী। মৎস্যজীবীদের একটি করে পরিচয় পত্র দেওয়া হবে।
advertisement
advertisement
সীমান্তবর্তী এলাকায় নদী বা সমুদ্রে যে সমস্ত মৎস্যজীবী মাছ ধরতে যান তাদের পক্ষে এই মৎস্যজীবী পরিচয় পত্র অনেক উপকার করবে। মালদহ জেলা মৎস্য দফতর সূত্রে জানা গিয়েছে জেলায় বর্তমানে ১৪ হাজার ৮০০ মৎস্যজীবী রয়েছেন যারা সরকারিভাবে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। দুয়ারে সরকারের পঞ্চম পর্যায়ে জেলার প্রতিটি ব্লকে বহু মৎস্যজীবী নতুন করে নাম নথিভুক্ত করণের জন্য আবেদন করেছেন।
advertisement
শীঘ্রই তাদের পরিচয় পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।একজন মৎস্যজীবী হিসাবে পরিচয় পত্র পাওয়ার জন্য সংশ্লিষ্ট দফতরে আবেদন করতে হবে। তার জন্য নিজেকে অবশ্যই মৎস্যজীবী হতে হবে। অনলাইন নয় ব্লক স্তরের মৎস্য দফতরের মৎস্যজীবীরা আবেদনপত্র জমা দিতে পারবেন।
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
January 21, 2023 12:42 PM IST