Malda News: পুজোর ফ্যাশানে এবছর চুল সোজা করার ট্রেন্ড! পার্লারে জমছে ব্যাপক ভিড়

Last Updated:

পুজোয় আধুনিক ফ্যাশনে মজে বর্তমান প্রজন্ম। বর্তমানের সঙ্গে তাল মিলিয়ে চলতে কেউ রূপসজ্জা আবার কেউ হেয়ার স্টাইলে মজে। পুরুষ কিংবা মহিলা পিছিয়ে নেই কেউ। বরং রূপসজ্জায় পুরুষদের তুলনায় বহু গুণ এগিয়ে মহিলারা।

+
title=

#মালদহ: পুজোয় আধুনিক ফ্যাশনে মজে বর্তমান প্রজন্ম। বর্তমানের সঙ্গে তাল মিলিয়ে চলতে কেউ রূপসজ্জা আবার কেউ হেয়ার স্টাইলে মজে। পুরুষ কিংবা মহিলা পিছিয়ে নেই কেউ। রূপসজ্জায় পুরুষদের তুলনায় বহু গুণ এগিয়ে মহিলারা। এই বছর পুজোয় মহিলাদের মধ্যে এসেছে হেয়ার স্ট্রেট করার হিড়িক। অল্পবয়সী যুবতী থেকে মহিলা প্রায় সকলের মধ্যেই এই বছর হেয়ার স্ট্রেট করার ট্রেন্ড। শুধু তাই নয় অনেকেই স্ট্রেট করার সঙ্গে চুলে নানান ফ্যাশন কালার করছেন। পছন্দ মত চুলের ফ্যাশন কালার থেকে স্পা করে নিচ্ছেন।
বিভিন্ন ধরনের চুলের ফ্যাশনের পাশাপাশি মুখের ফেসিয়াল করায়ও পিছিয়ে নেই তাঁরা। মালদহ শহরের লেডিস বিউটি পার্লার গুলিতে বিশাল ভির। পুজোর প্রায় এক মাস আগে থেকে শুরু হয়েছে মহিলাদের রূপসজ্জা।তবে এখন শেষ মুহূর্ত। তাই শহরের অধিকাংশ পার্লার গুলিতে গভীর রাত পর্যন্ত লম্বা লাইন। রাত জেগে কাজ করছেন পার্লারের কর্মীরা। পুজোয় সকলেই নিজেকে ফিট রাখতে জোর দিচ্ছেন এখন। করোনার জেরে গত দুইবছর পুজোয় তেমন আনন্দ হয়নি। এবার করোনা পরিস্থিতি কাটিয়ে সমস্ত কিছুটা স্বাভাবিক। তাই পুজোর আগে থেকেই শুরু হয়েছে প্রস্তুতি। মহিলাদের পার্লার গুলিতে ভিড় উপচে পড়ছে। সকলেই নিজের মতো করে রূপচর্চা করে নিচ্ছেন।
advertisement
advertisement
ইতিমধ্যে মালদহ শহরে একাধিক কোম্পানীর পার্লার খুলেছে। পাঁচ হাজার থেকে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত খরচ হচ্ছে চুল স্ট্রেট বা স্পা করতে। মালদহ শহরের এক নম্বর গভর্নমেন্ট কলোনি, রথবাড়ি সহ একাধিক বিউটি পার্লারে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেল। কেউ চুলের স্পা বিভিন্ন ফ্যাশন চুলের কালার,কেউ বা চুলে বিভিন্ন ডিজাইন আবার কাউকে দেখা গেল বিভিন্ন ধরনের মুখে ফেসিয়াল করছে বিউটি পার্লারে।এবার পুজোয় রুপচর্চায় কে কাকে হার মানাবে? চুলের ফ্যাশনে নর্মাল স্ট্রেড হেয়ার কাট, নাকি ফ্যাশন কালার হেয়ার এগিয়ে? তবে সবমিলিয়ে পুজোর বাজারে ভিড় বাড়ায় খুশি পার্লার মালিকেরা।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: পুজোর ফ্যাশানে এবছর চুল সোজা করার ট্রেন্ড! পার্লারে জমছে ব্যাপক ভিড়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement