Malda News: পাখি বাঁচানোর বার্তা নিয়ে হাজির মালদহের গয়েশপুর মঙ্গল সমিতি
- Published by:Ananya Chakraborty
Last Updated:
মালদহের গয়েশপুর মঙ্গল সমিতির এ বছরের পুজোর থিম পাখিরালয়। পাখি সংরক্ষণ ও পাখি বাঁচানোর আর্জি নিয়েই তাদের এই থিমের চিন্তাভাবনা।
#মালদহ: শহরাঞ্চল থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে পাখি। গাছপালা কেটে একের পর এক বহুতল তৈরি হচ্ছে শহরে। মূলত গাছের বাসা বেঁধে থাকে পাখি। আর গাছপালা কাটার ফলে পাখিদের থাকার ভারসাম্য নষ্ট হচ্ছে। তারিখের শহরে দেখা যায় না বহু বাংলার পাখি। এমনকি বর্তমানে বহু পাখি বিলুপ্তি প্রায়। পূজোর থিমের মধ্যে দিয়ে পাখি সংরক্ষণের বার্তা মালদহ শহরের গয়েশপুর কল্যাণ সমিতির। এ বছর তাদের থিম পাখিরালয়। বাঁশ কাঠ নারকেল চোবা, নারকেল, পাটকাঠি, খেজুর পাতা সহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে মন্ডপ। মন্ডপ সাজানো হয়েছে বিভিন্ন পাখির বাসার আদলে। ছোট-বড় বিভিন্ন প্রজাতির পাখির মডেলও বসানো হয়েছে মন্ডপের চারদিকে। এমনকি মন্ডপের ভেতরে প্রবেশ করলেই পাখির কিচিমিচির শব্দ শোনা যাবে। ছোট থেকে বড় সকলের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে গয়েশপুর মঙ্গল সমিতির এই থিমের পুজো।
আরও পড়ুনঃ পরিবেশ বাঁচানোর বার্তা! হিমালয় সংঘের মণ্ডপে গেলেই মিলবে সবুজ বাঁচানোর খুঁটিনাটি
ক্লাবের সদস্যরায় নিজেদের চিন্তা ভাবনা থেকে এই মন্ডপ তৈরিতে উদ্যোগী হন। স্বল্প বাজেটের পুজো হলেও তাদের চিন্তাভাবনার মাধ্যম দিয়ে সমাজে এক সচেতনতার বার্তা পৌঁছাচ্ছে। যা সাধারণ মানুষের কাছে আকর্ষণীয়। শহরে বাড়ির ছাদে বা বাড়ির কোনায় কি করে পাখির বাসা বা পাখির থাকার জায়গার ব্যবস্থা করা যেতে পারে এই থিমের মাধ্যমে তা তুলে ধরা হয়েছে। এখানে এসে মানুষ সে বিষয়গুলো জানতে পারছেন। এবছর তাদের এই থিম মানুষকে আকর্ষণীয় করছে প্রতিদিন সন্ধ্যায় ভিড় করছেন বহু সাধারণ মানুষ।
advertisement
হরষিত সিংহ
advertisement
Location :
First Published :
October 03, 2022 10:57 AM IST