Malda News: এখনও বলি হচ্ছে বহু নারী পণের জ্বালায়, এমনই ঘটনা ঘটল আজিমগঞ্জ গ্রামে! এলাকায় চাঞ্চল্য
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
পণের দাবিতে মালদহের আজিমগঞ্জ গ্রামে নৃশংসভাবে গায়ে আগুন দিয়ে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে
মালদহ– পণের জন্য অমানবিক নির্যাতনের শিকার অন্তঃসত্ত্বা। অবশেষে নৃশংসভাবে গায়ে আগুন দিয়ে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল গৃহবধূর। মালদহের পুখুরিয়া থানার কুমাগঞ্জের আজিমগঞ্জ গ্রামের ঘটনা। প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় অন্তঃসত্ত্বা গৃহবধূর। ঘটনায় মৃতের বাবার বাড়ির পক্ষ থেকে পুখুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী সহ পরিবারের লোকেরা।পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত গৃহবধূ নাম প্রিয়াঙ্কা রবিদাস (২৩)। স্বামী আকালু রবিদাস পেশায় শ্রমিক। বাড়ি মালদহের পুকুরিয়া থানার আজিমগঞ্জ গ্রামে।
advertisement
প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়। গৃহবধুর বাবার বাড়ির লোকেদের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকেরা। বর্তমানে প্রিয়াঙ্কা রবিদাস তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল। এই অবস্থাতেও মারধরসহ অত্যাচার করত।
advertisement
আরও পড়ুনঃঅমৃত ভারত প্রকল্পে নতুন কী কী পেতে চলেছেন মালদহের মানুষজন
অভিযোগ, গত ১ আগস্ট গভীর রাতে গৃহবধূর উপর অত্যাচার করে পরিবারের লোকেরা। এমনই মারধর করে গায়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। গৃহবধূ চিৎকার করলে ছুটে আসে প্রতিবেশিরা। অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে তড়িঘড়ি মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
advertisement
মৃত গৃহবধূর বাবা রাজকুমার রবিদাস বলেন, “পণের দাবিতে আমার মেয়ের উপর অত্যাচার করত। জোর করে মেয়ের গায়ে আগুন ধরিয়ে দেয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আমার মেয়ের। থানায় অভিযোগ জানিয়েছি। আমি দোষীদের শাস্তি চাই।”
হরষিত সিংহ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 07, 2023 10:10 PM IST