Malda News: মালদহের বিচিত্রা বাজারে ভয়াবহ আগুন! সংকটজনক অবস্থায় এক ব্যক্তি

Last Updated:

ভয়াবহ আগুন মালদহের বিচিত্রা মার্কেটে। এখনও চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। মঙ্গলবার ভোরে আগুন লাগে৷

মালদহের বিচিত্রা বাজারে ভয়াবহ আগুন! সংকটজনক অবস্থায় এক ব্যক্তি
মালদহের বিচিত্রা বাজারে ভয়াবহ আগুন! সংকটজনক অবস্থায় এক ব্যক্তি
মালদহ:  ভয়াবহ আগুন মালদহের বিচিত্রা মার্কেটে। গতকাল মঙ্গলবার ভোরে আগুন লাগে। এখনও পর্যন্ত আগুনে ঝলসে গিয়েছেন এক ব্যক্তি, তাঁর শারীরিক অবস্থা সংকটজনক। দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ব্যবসায়ী থেকে দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকে প্রথমে একটি কার্বাইডের দোকানে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের একাধিক দোকানে।
বিকট শব্দ ও ধোঁয়াতে ভরে যায় চারিদিক। দ্রুত স্থানীয়রা খবর দেন দমকলে। দমকলের চারটি ইঞ্জিন প্রায় চার ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী-সহ পুলিশ প্রশাসন।মালদহের রথবাড়িতে রয়েছে বিচিত্রা মার্কেট। জেলার প্রধান বাজার এটি।
advertisement
পাইকারী দোকান থেকে খুচরো দোকান রয়েছে। এই বাজারের একাংশে আগুন লেগে যায়। এখন প্রযন্ত প্রায় দশটি দোকানে আগুন লেগেছে। ক্রমশ আগুন বৃদ্ধি পাচ্ছে। সকালে অধিকাংশ দোকান বন্ধ থাকায় দরজা ভেঙে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকলের কর্মীরা। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, সম্ভবত কার্বাইড এর দোকান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
advertisement
কীভাবে আগুন লেগেছে তা এখনও বোঝা যাচ্ছে না। ঘটনাস্থলে দমকলের প্রায় চারটি ইঞ্জিন আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চলছে। কোন নিয়ন্ত্রণে না আসলে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না ঠিক ক্ষয়ক্ষতি কত হয়েছে।সকালবেলায় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী থেকে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে এ ঘটনার জেরে। আশেপাশের ব্যবসায়ীরা আগে থেকেই নিজের দোকানের জিনিসপত্র বার করতে শুরু করেছেন।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: মালদহের বিচিত্রা বাজারে ভয়াবহ আগুন! সংকটজনক অবস্থায় এক ব্যক্তি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement