Malda News: ছুটি পেয়ে ব্রহ্মপুত্র মেলে চড়ে বাড়ি ফিরছিলেন, হঠাৎ CRF জওয়ানের নিথর দেহ এসে পৌঁছল পরিবারের কাছে!

Last Updated:

ছুটি কাটানোর জন্যই বৃহস্পতিবার জম্মু থেকে ব্রহ্মপুত্র মেলে ওঠেন মালদহের হরিশ্চন্দ্রপুরের বাড়িতে আসবেন বলে। কিন্তু শুক্রবার তাঁর পরিবারের কাছে উত্তরপ্রদেশ জিআরপি থেকে ফোন করে জানানো হয়, ললিত পাসোয়ান নামে ওই সিআরপিএফ জ‌ওয়ান মারা গিয়েছেন!

মালদহ: অনেকদিন পর ছুটি পেয়ে মনের আনন্দে বাড়ি ফিরছিলেন সিআরপিএফ জওয়ান ললিত পাসোয়ান। কিন্তু পথে ঘটল বিপত্তি। আর তার জেরে ওই জ‌ওয়ানের কফিন বন্দি দেহ এসে পৌঁছল হরিশ্চন্দ্রপুরের বাড়িতে। গোটা ঘটনায় ঐ সিআরপিএফ জ‌ওয়ানের পরিবার হতভম্ব হয়ে গিয়েছেন। পাশাপাশি শোকে তাঁরা কার্যত কথা হারিয়েছেন।
দীর্ঘদিন জম্মুতে মোতায়েন ছিলেন ললিত পাসোয়ান। সম্প্রতি তাঁকে লক্ষ্ণৌতে বদলি করা হয়। এর ফলে সিআরপিএফের নিয়ম অনুযায়ী কয়েকদিনের ছুটি পান। সেই ছুটি কাটানোর জন্যই বৃহস্পতিবার জম্মু থেকে ব্রহ্মপুত্র মেলে ওঠেন মালদহের হরিশ্চন্দ্রপুরের বাড়িতে আসবেন বলে। কিন্তু শুক্রবার তাঁর পরিবারের কাছে উত্তরপ্রদেশ জিআরপি থেকে ফোন করে জানানো হয়, ললিত পাসোয়ান নামে ওই সিআরপিএফ জ‌ওয়ানের মৃত্যু হয়েছে। রেল লাইনের ধার থেকে তাঁর দেহ পাওয়া গিয়েছে।
advertisement
advertisement
উত্তরপ্রদেশের সাসানি রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে ওই জওয়ানের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে জিআরপিএফ। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া আইডি কার্ড এবং আধার কার্ড দেখে পরিচয় জানতে পারে। এরপরই তারা ওই জ‌ওয়ানের বাড়িতে ফোন করে মৃত্যুর সংবাদ দেয়। সাসানি রেল স্টেশন কর্তৃপক্ষ এবং জিআরপির সরকারিভাবে জানিয়েছে, সম্ভবত কোনভাবে রাতের অন্ধকারে ট্রেন থেকে পড়ে গিয়ে ললিত পাসোয়ানের মৃত্যু হয়েছে। যদিও এই দাবি মানতে নারাজ মৃত জওয়ানের পরিবার। মৃতের আত্মীয় উত্তম কুমার পাসোয়ান বলেন, আমার মনে হয় এটি স্বাভাবিক মৃত্যু নয়। এই মৃত্যুর পেছনে কোন‌ও রহস্য থাকলেও থাকতে পারে। সুস্থ স্বাভাবিক মানুষ ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। কী করে ট্রেন থেকে পড়ে যাবে? মৃত সিআরপিএফ জ‌ওয়ানের পরিবারের বাকি সদস্যদের বক্তব্য, তাঁদের ছেলেকে খুন করে কেউ রেল লাইনে ফেলে দিয়েছে। তাঁরা সত্য উদঘাটনের জন্য সঠিক তদন্তের দাবি জানান।
advertisement
এদিকে সোমবার হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাজারের বাড়িতে মৃত ললিত পাসোয়ানের দেহ পৌঁছলে সিআরপিএফের পক্ষ থেকে তাঁকে গান স্যালুট দেওয়া হয়।
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: ছুটি পেয়ে ব্রহ্মপুত্র মেলে চড়ে বাড়ি ফিরছিলেন, হঠাৎ CRF জওয়ানের নিথর দেহ এসে পৌঁছল পরিবারের কাছে!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement