Malda Crime|| শোওয়ার ঘরে থরে থরে সাজানো কী! তদন্তে নেমে চমকে উঠল পুলিশই, তোলপাড়
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Malda Crime: কয়েক কোটি টাকার মাদক রাখা ছিল ঘরের মধ্যে। তদন্তে বেরিয়ে আসতেই চক্ষু চড়কগাছ পুলিশের। প্রাথমিক ভাবে পুলিশ জানতেই পারেনী কোটি টাকার মাদক থাকতে পারে শোয়ার ঘরে।
মালদহ: কয়েক কোটি টাকার মাদক রাখা ছিল ঘরের মধ্যে। তদন্তে বেরিয়ে আসতেই চক্ষু চড়কগাছ পুলিশের। প্রাথমিকভাবে পুলিশ জানতেই পারেনি কোটি টাকার মাদক থাকতে পারে শোওয়ার ঘরে। উদ্ধার মাদকের গুণগতমান অনেক উন্নত। পুলিশ অভিযুক্ত পাচারকারীকে গ্রেফতার করেছে। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে ১১ কেজি ব্রাউন সুগার।
গোপন সূত্রে, খবর পেয়ে শনিবার গভীর রাতে মালদহের কালিয়াচক থানার পুলিশ হানা দেয় রামনগর গ্রামের সীতেশ মণ্ডলের বাড়িতে। বাড়িতে তল্লাশি শুরু করে পুলিশ। গোটা বাড়িতে চিরুনি তল্লাশি চালিয়ে অভিযুক্তের শোয়ার ঘর থেকে উদ্ধার হয় সন্দেহজনক একটি প্যাকেট।
আরও পড়ুনঃ শরীর খেলা চালু রাখতে প্রেমিকের সঙ্গে মেয়ের বিয়ে দিল মা, দিঘার হোটেলেও চলে যৌনতা! তারপর...
পুরনো ব্যাগের মধ্যে প্যাকেট রাখাছিল। পুলিশ সেখান থেকে উদ্ধার করে ১১ কেজি ৫৯০ গ্রাম ব্রাউন সুগার। ভারতীয় টাকায় অনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা। উদ্ধার ব্রাউন সুগারের বিদেশের চোরা বাজারে মূল্য প্রায় ১২ কোটি টাকা।
advertisement
advertisement
পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে এই পাচার চক্রের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে। গ্রেফতার অভিযুক্ত সীতেশ মণ্ডল পাচারচক্রের সঙ্গে জড়িত। উদ্ধার ব্রাউন সুগারগুলির পাচারের উদ্দেশ্যে মজুত করা ছিল। রবিবার অভিযুক্তকে মালদহ জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে।
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2023 4:39 PM IST