Malda News: অভিনব ভাবনা! গাছে গাছে কৃত্রিম পাখির বাসা বেঁধে দিচ্ছেন কলেজ পড়ুয়ারা!
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
শহরে গাছের সংখ্যা কমে আসছে, তাই পাখিদের বাসা তৈরির জায়গা নেই। মালদহ কলেজ ক্যাম্পাসে অনেক গাছ রয়েছে সেই গাছেই পাখির কৃত্রিম বাসা বেঁধে দিচ্ছে কলেজ পড়ুয়ারা।
মালদহ: প্রায় সবুজ শূন্য শহর। প্রতিনিয়ত অবাধে চলছে বৃক্ষনিধন। একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অপরদিকে ঘর হারাচ্ছে পাখিরা। পাখিদের বসবাসযোগ্য গাছ নেই মালদহ শহরে। তাই হয়তো শহর থেকে হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি। পরিবেশে পাখি না থাকলে ভারসাম্য নষ্ট হবে। তাই পাখিদের ঘর ফেরাতে এক অভিনব উদ্যোগ নিল মালদহ কলেজ কর্তৃপক্ষ।
কৃত্রিম পাখির বাসা তৈরির পরিকল্পনা নিয়েছে মালদহ কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগ ও এনএসএস ইউনিট। কলেজ পড়ুয়া মহম্মদ ইফতেখার আহমেদ বলেন, শহরে গাছ কেটে তৈরি হচ্ছে কংক্রিটের বিল্ডিং। পাখিদের বসবাসযোগ্য জায়গা নেই। আমাদের কলেজ ক্যাম্পাসে অনেক গাছ রয়েছে। তাই আমরা গাছে গাছে কৃত্রিম পাখির বাসা বেধে দিচ্ছি। আশা করছি পাখিরা এখানে এসে থাকবে।
advertisement
advertisement
মালদহ কলেজ ক্যাম্পাস প্রায় ৫২ বিঘা জমির উপর। কলেজ ক্যাম্পাসে রয়েছে বিভিন্ন প্রজাতির বড় ছোট গাছ। সবুজে ঘেরা মালদহ কলেজ ক্যাম্পাস। তাই কলেজের পড়ুয়ারা পাখিদের ঘর ফেরাতে ক্যাম্পাসের গাছে গাছে কৃত্রিম বাসা তৈরি করে দিচ্ছে। মালদহ কলেজের অধ্যক্ষ মানস কুমার বৈদ্য বলেন,গাছ না থাকায় পাখি থাকতে পারছে না অনেক পাখি এখন প্রায় বিলুপ্ত।পাখিদের বসবাস উপযোগী পরিবেশ করে দিতে কলেজ ক্যাম্পাসের গাছগুলিতে কৃত্রিম বাসা তৈরি করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
advertisement
হরষিত সিংহ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 03, 2024 5:55 PM IST