North Bengal Train TimeTable: উত্তরবঙ্গে ঘুরতে যাচ্ছেন! আপনার ট্রেন বাতিল নয়তো! জেনে নিন তালিকা
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
North Bengal Train Schedule: কোন ট্রেনে টিকিট রয়েছে। আগামী তিনদিন উত্তরবঙ্গের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেন ঘুরপথে আবার কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করেছে ।
হরষিত সিংহ, মালদহ: উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার ট্রেনে টিকিট রয়েছে? আগামী দুই একদিনের মধ্যে পাহাড় বা ডুয়ার্স ঘুরতে আসার পরিকল্পনা রয়েছে? কোনও ট্রেনে টিকিট রয়েছে? আগামী তিন দিন কিন্তু উত্তরবঙ্গের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেন ঘুরপথে যাচ্ছে। আবার কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করেছে উত্তর- পূর্ব রেলের কাটিহার ডিভিশন।কারণ রাঙ্গাপানি- নিউ জলপাইগুড়ি-আম্বারি ফালাকাটা সেকশনে স্টেশন ইয়ার্ডের পুনর্নির্মাণ এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়েতে স্বয়ংক্রিয় সিগন্যালিং করার জন্য।
কাটিহার ডিভিশনের নিউ জলপাইগুড়ি স্টেশনে ৪ জানুয়ারি থেকে তিন দিন নন-ইন্টারলকিং কাজ চলবে। আগামী ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এই রুটের একাধিক ট্রেনের সময়সূচি পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে রেল।
এক নজরে দেখে নিন আগামী তিন দিনের ট্রেন চলাচলে ব্যবস্থা বাতিল-
advertisement
(১)১৫৭০৯/১৫৭১০ মালদহ টাউন-নিউ জলপাইগুড়ি- মালদহ টাউন এক্সপ্রেস (০৪-০১-২৩, ০৫-০১-২৩, ০৬-০১- ২৩ এ তারিখে যাত্রা শুরু)।
advertisement
(২) ১২৩৬৩ কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস (জেসিও ০৩-০১-২৩, ০৫-০১-২৩) এবং ১২৩৬৪ হলদিবাড়ি-কলকাতা এক্সপ্রেস (০৪-০১-২৩, ০৬-০১-২৩তারিখে যাত্রা শুরু)৷
(৩) ১২০৪২/১২০৪১ নিউ জলপাইগুড়ি-হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস (০৪-০১-২৩,০৫-০১-২৩, ০৬-০১-২৩ তারিখে যাত্রা শুরু)।
(৪) ১৫৭২২ নিউ জলপাইগুড়ি-দিঘা এক্সপ্রেস (০৬-০১-২৩ তারিখে যাত্রা শুরু)।
(৫) ১৫৭২১ দিঘা-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস (০৭-০১-২৩ তারিখে যাত্রা শুরু)।
আরও পড়ুন : সরোবরের পাশে ফুলের মেলা, আকাশে আতশবাজির খেলা, বর্ধমানে শুরু হল কৃষ্ণসায়র উৎসব
আংশিক বাতিল
advertisement
(১) ২২৬১১চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস (০৪-০১-২৩ তারিখে যাত্রা শুরু হচ্ছে) এবং ২২৬১২ নিউ জলপাইগুড়ি-চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস (০৬-০১-২৩ তারিখে যাত্রা শুরু হচ্ছে) ৷ সংক্ষিপ্তভাবে বন্ধ করা হবে নিউ জলপাইগুড়ি এবং শিলিগুড়ির মধ্যে তাদের যাত্রা।
যাত্রাপথে পরিবর্তন
(১) ১২৩৭৭ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস (০৩-০১-২৩,০৪-০১-২৩ এবং ০৫-০১-২৩ তারিখে যাত্রা শুরু হয়) এবং ১২৩৭৮ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস (যাত্রা, আলুয়াবাড়ি হয়ে ডাইভার্ট করা হবে রোড-বাগডোগরা-শিলিগুড়ি উভয় দিকে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার স্টেশনে স্টপেজ এবং উভয় ট্রেনই নিউ জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি রোড স্টেশনে স্টপেজ এড়িয়ে যাবে।
advertisement
(২)১৩১৭৩ শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (০৬-০১-২৩ তারিখে যাত্রা শুরু হচ্ছে) আলুবাড়ি রোড-বাগডোগরা-শিলিগুড়ি হয়ে ডাইভার্ট করা হবে এবং নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, ধূপগুড়ি, আলিপুরাডু, নিউওচতাড়কা-এ স্টপেজ এড়িয়ে যাবে স্টেশন।
(৩) ১৫৯৬২ ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস (০৫-০১-২৩ তারিখে যাত্রা শুরু হচ্ছে) আলিপুরদুয়ার, নিউ মাল এবং শিলিগুড়ি স্টেশনে স্টপেজ সহ সমুক্তলা রোড-আলিপুরদুয়ার- শিলিগুড়ি-বাগডোগরা- আলুয়াবাড়ি রোড হয়ে ডাইভার্ট করা হবে এবং নতুন স্টপেজ হবে আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, ফালাকাটা, ধুপগুড়ি, নিউ ময়নাগুড়ি, জলপাইগুড়ি রোড এবং নিউ জলপাইগুড়ি স্টেশন।
advertisement
আরও পড়ুন : খুব তাড়াতাড়ি কার্ডিও ভাসক্যুলার অ্যান্ড থোরাসিক সার্জারি চালু হতে চলেছে বর্ধমান মেডিক্যালে
(৪) ১২৩৪৬ গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস (০৬-০১-২৩ তারিখে যাত্রা শুরু) আলিপুরদুয়ার, নিউ মাল এবং শিলিগুড়ি স্টেশনে স্টপেজ সহ সমুক্তলা রোড-আলিপুরদুয়ার- শিলিগুড়ি-বাগডোগরা- আলুয়াবাড়ি রোড হয়ে ডাইভার্ট করা হবে এবং নতুন স্টপেজ হবে আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, ফালাকাটা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন।
advertisement
(৫) ১৫৬৪৪ কামাখ্যা-পুরী এক্সপ্রেস (০৫-০১-২৩ তারিখে শুরু হচ্ছে) শিলিগুড়ি-বাগডোগরা- আলুয়াবাড়ি রোড হয়ে শিলিগুড়ি স্টেশনে স্টপেজ নিয়ে ডাইভার্ট করা হবে এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে স্টপেজ এড়িয়ে যাবে।
পুনঃনির্ধারণ-
১৩১৪২নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস (০৬-০১-২৩ তারিখে যাত্রা শুরু) ১৬.১০ টায় পুনরায় নির্ধারিত হবে৷ ১২.১০ ঘণ্টার পরিবর্তে৷
view commentsLocation :
First Published :
January 03, 2023 7:45 PM IST
