Malda News: হিমেল হাওয়ায় জমিয়ে মুড়ি-আলুরদম খাওয়াই রীতি, শতাব্দী প্রাচীন সংক্রান্তি মেলা ঘিরে প্রস্তুতি তুঙ্গে

Last Updated:

Malda Fair: শতাব্দী প্রাচীন পৌষ সংক্রান্তির মেলা ঘিরে শুরু হয়েছে জোর কদমে প্রস্তুতি। মালদহের চাঁচল থানার আশাপুরে মহানন্দা নদীর তীরে ঐতিহ্যবাহী এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।    

+
মেলার

মেলার প্রস্তুতি 

হরষিত সিংহ, মালদহ- শতাব্দী প্রাচীন পৌষ সংক্রান্তির মেলা ঘিরে শুরু হয়েছে জোর কদমে প্রস্তুতি। মালদহের চাঁচল থানার আশাপুরে মহানন্দা নদীর তীরে ঐতিহ্যবাহী এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এখানে পুণ্যস্নানের জন্য আসেন। ইতিমধ্যে পৌষ সংক্রান্তির মেলা উপলক্ষ্যে সাজো সাজো রব মালদহের চাঁচলের আশাপুরের ঐতিহ্যবাহী গঙ্গা স্নান মেলায়। পৌষ সংক্রান্তির মেলা উপলক্ষেই দুই জেলার মানুষ এখানে ভিড় করেন। শুরু হয় মিলন মেলা।
দুই দিনাজপুর,বাকুড়া-সহ বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এখানে বিভিন্ন সামগ্রীর দোকান নিয়ে আসেন। দোকানঘর তৈরি করতে ব্যস্ততা শুরু করেছে ব্যবসায়ীদের মধ্যে। উদ্যোগতারা জানান,এই বছর প্রায় পাঁচ শতাধিক ছোট বড় দোকান থাকবে। অধিকাংশ কাঠের আসবাবপত্রের দোকান। আশাপুর ও ডুমরাল গ্রামের যৌথ উদ্যোগে ওই মেলার আয়োজন করা হয় বর্তমানে।কথিত আছে একশো বছরের বেশি সময় ধরে পৌষ সংক্রান্তির পরের দিন মহানন্দা নদীর পাড়ে শুরু হয় মেলা।
advertisement
আরও পড়ুন : এমবিবিএস কোর্সে ভর্তি করে দেওয়ার নামে প্রতারণা! বর্ধমান মেডিক্যাল কলেজে সক্রিয় চক্র
বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা পুণ্যের আশায় নদীর জলে স্নান সেরে গঙ্গাদেবীর আরাধনায় ব্রতী হন এখানে। স্নান ও পুজো সেরে নদী তীরবর্তী স্থানে আলুর দম ও মুড়ি খাওয়ার রেওয়াজ রয়েছে। প্রত্যেক পুণ্যার্থী স্নান পুজো সেরে এখানে বসে আলুর দম ও মুড়ি খেয়ে বাড়ি ফেরেন। শতাব্দী প্রাচীন এই প্রথা আজও রয়েছে। শুধু তাই নয় মনস্কামনা পূরণের আশায় পুণ্যার্থীরা গঙ্গার জলে ডাব ভাসান দেন।এই প্রাচীন রীতে আজও বহাল রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন :  দিনেও জ্বলছে গাড়ির হেডলাইট, কুয়াশায় ঢাকা আলিপুরদুয়ার কাঁপছে ঠান্ডায়
ইতিমধ্যে নদীর পাড়ে স্নানঘাটের নিরাপত্তা বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে ব্লক ও পুলিশ প্রশাসন।অপ্রীতিকর ঘটনা রুখতে রাখা হবে স্পীড বোর্ড,ভাসমান টিউব,নৌকা ও একাধিক নিরাপত্তা পরিকাঠামো।পাশাপাশি নদীর ধারে অস্থায়ী তৈরি করা হচ্ছে পোশাক বদলানোর ঘর শৌচালয়।থাকছে পানীয় জলে ব্যবস্থা।অস্থায়ী ভাবে চাপাকল বসানো হচ্ছে মেলায়। করোনা পরিস্থিতি কাটিয়ে এই বছর পুরনো ছন্দে ফিরতে চলেছেন প্রাচীন ঐতিহ্যবাহী মেলার আয়োজন।
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: হিমেল হাওয়ায় জমিয়ে মুড়ি-আলুরদম খাওয়াই রীতি, শতাব্দী প্রাচীন সংক্রান্তি মেলা ঘিরে প্রস্তুতি তুঙ্গে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement