মালদহ: মালদহ শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলির মধ্যে অন্যতম ভবানী মোড়। শহর থেকে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এই মোড় দিয়েই মালদহ টাউন স্টেশনে পৌঁছায়। গভীর রাত থেকে ভোর, সর্বক্ষণ এই রাস্তায় সাধারণ মানুষের যাতাযাত। গভীর রাতে এই এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম বৃদ্ধি পায়। মাঝে মধ্যেই চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে থাকে এই ভবানী মোড় সংলগ্ন এলাকায়।
রাতে পুলিশের টহলদারি থাকলেও অনেক সময় পুলিশের নজর এড়িয়ে এমন ঘটনা ঘটছে। তাই এলাকার নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখতে ও পুলিশ প্রশাসনের সুবিধার জন্য স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে বসানো হল সিসিটিভি ক্যামেরা। যা রথবাড়ি স্টেশন রোড ও সুকান্ত মোড় এলাকায় নজর রাখবে। যদিও ততত্ত্বাবধানে জেলা পুলিশ প্রশাসন।
আরও পড়ুন: হরিনাম শুনতে গিয়েছিলেন সবাই, বাড়ি ফিরে মাথায় হাত তিন পরিবারের! সর্বনাশ ঘটে গেল
আরও পড়ুন: বারুইপুর হাসপাতালের রান্নাঘরে হানা পুরসভার চেয়ারম্যানের! হঠাৎ এমন কাণ্ড কেন ঘটল
জানা গিয়েছে, বেশ কিছুদিন থেকে এলাকায় চুরি ছিনতাই-সহ শিশু চুরির ঘটনা বেড়েছে। সেই দিকে নজর রেখে ইংরেজবাজার পুরসভার ২০, ২২, ২৩, ২৬, ২৭ নম্বর ওয়ার্ডে নজর রাখবে।
বেশ কিছুদিন ধরে বিভিন্ন অভিযোগ পাচ্ছিলেন স্থানীয় কাউন্সিলর দুলাল সরকার। এরপরই স্থানীয় কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে নিরাপত্তা বৃদ্ধি করতে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যার ফলে এলাকার যাবতীয় ঘটনা ওই ক্যামেরার মাধ্যমে নজরদারি করবে পুলিশ প্রশাসন। এলাকায় মোট পাঁচটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। কাউন্সিলর দুলাল সরকার বলেন, "রথবাড়ি থেকে স্টেশন রোডটি গুরুত্বপূর্ণ রাস্তা। গভীর রাত পর্যন্ত লোক চলাচল করে। সেই কারণে সমস্ত রকম কার্যকলাপ নজরদারি করতে এই সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
হরষিত সিংহ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CCTV Cameras, Malda News