Malda News: জনপ্রিয় কোম্পানির কেক নয়! চাহিদা বাড়ছে এই বেকারির কেকের, জেনে নিন ঠিকানা
- Published by:Aryama Das
- local18
Last Updated:
সাধারণ মানুষ স্থানীয় বেকারির কেক কিনতে পছন্দ করছেন বড়দিনের উৎসবে
#মালদহ: জনপ্রিয় কোম্পানির কেক নয়, সাধারণ মানুষ চাইছেন স্থানীয় বেকারির কেক। কারণ এই কেক ফ্রেস, টাটকা। প্যাকেট বন্দি হয়ে আসা নাম করা কোম্পানির কেক দীর্ঘদিন আগে তৈরি করা হয়। স্বাদে অপূর্ব হলেও টাটকা নয়। সাধারণ মানুষ স্থানীয় বেকারির কেক কিনতে পছন্দ করছেন বড়দিনের উৎসবে। তাই এখন চরম ব্যস্ততা বিভিন্ন মালদহ শহরের বেকারী গুলিতে।
মালদহ শহরের বিভিন্ন বেকারিতে রাত জেগে চলছে কেক তৈরির কাজ। হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরেই বিশ্ব জুড়ে পালিত হবে বড়দিন উৎসব। পিছিয়ে নেই মালদহ শহরও। বড়দিন উপলক্ষে কেক তৈরিতে ব্যস্ত বিভিন্ন বেকারির কর্মীরা। রাত জেগে চলছে কেক তৈরির কাজ। মার্জারিন, ময়দা, সয়াবিন তেল, ডিম, কাজু, কিসমিস সহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে সুস্বাদু কেক।
advertisement
advertisement
তবে বড়দিন উপলক্ষে ফ্রুটকেকের চাহিদা বেশি। বিভিন্ন দামে বিক্রি করা হবে কেক। অভিজ্ঞ কারিগর দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের কেক। মালদহ শহরের রাজমহল রোড এলাকায় একটি বেকারিতে কেক তৈরি করা হচ্ছে আধুনিক মেশিনে।
advertisement
পরিবেশবান্ধব এই মেশিন। সাধারণ মানুষের মধ্যে স্থানীয় কেকের চাহিদা থাকায় এই পরিবেশ বান্ধব মেশিনের সাহায্যে কেক তৈরির উদ্যোগ বেকারি মালিকদের। এই মেশিনে দূষণের মাত্রা নেই বললেই চলে। মাত্র ৪৫ মিনিটে আধুনিক মেশিনে তৈরি করা হচ্ছে ৬৮ পাউন্ড কেক। বেকারির মালিক দেবাশীষ সাহা জানিয়েছেন, গত দুই বছর করোনা আবহে তেমন ব্যবসা হয়নি। এবছর বিধি নিষেধ না থাকার কারণে ভাল ব্যবসা হবে বলে আশা করছি। পরিবেশ যাতে দূষণ না হয় তারজন্য আধুনিক মেশিনে কেক তৈরি করছেন তাঁরা।
advertisement
হরষিত সিংহ
view commentsLocation :
First Published :
December 23, 2022 7:40 PM IST