Bangla News: 'পুষ্পা'র ভিএফ এক্স আর্টিস্ট মালদহের যুবক! কাজ পেলেন হলিউডে! জানুন

Last Updated:

Bangla News: হলিউড সিনেমায়  ভিএফএক্স আর্টিস হিসাবে সুযোগ পেলেন মালদহের যুবক।

+
title=

#মালদহ:  হলিউড সিনেমায় ভিএফএক্স আর্টিস হিসাবে কাজ করার সুযোগ পেলেন মালদহের যুবক। মালদহ শহরের বাড়িতে বসেই আপাতত হলিউড সিনেমার ভিএফএক্স( ভিজুয়াল এফেক্ট) এর কাজ করছেন সাগর পাসওয়ান। এর আগে বলিউডের একাধিক সিনেমায় ভিএফএক্স আর্টিসের কাজ করেছেন তিনি। সেই তালিকায় রয়েছে দক্ষিণ ভারতের বহু চর্চিত 'পুষ্পা' সিনেমা। এছাড়াও শর্মা জি নামকিন, ভাঙ্গার রাজু, সানাক সহ একাধিক সিনেমায় ভিজুয়াল এফেক্টের কাজ করেছেন তিনি। বলিউডের একের পর এক সিনেমায় ভাল কাজের সুবাদে হলিউড সিনেমায় কাজের সুযোগ মিলেছে।
ইতিমধ্যে সিনেমায় ভিএফএক্স এর কাজ শুরু করেছেন। এখন মালদহ শহরের বাড়িতে বসেই কাজ চলছে।মালদহ শহরের সানিপার্কের বাসিন্দা সাগর পাসওয়ান এক সময় বিয়ে বাড়ির ফটোগ্রাফি করে রোজগার শুরু করে।বাবা রামকুমার পাসওয়ান বেসরকারি কারখানার কর্মী। অভাবের সংসারে ক্লাস নাইনে পড়ার সময় থেকেই বিয়ে বাড়ির ফটোগ্রাফির কাজ শুরু করে। রোজগার করে নিজের পড়াশোনার খরচ চালাতো। গৌড় মহাবিদ্যালয় থেকে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন নিয়ে স্নাতক পাস করে। তারপরেই ভিজুয়াল এফেক্ট এর কাজে মনোযোগ দেয়।
advertisement
advertisement
তবে টাকার অভাবে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেওয়া হয়নি। মনের জোর আর ইচ্ছে শক্তির বলে বাড়িতে বসে ইউটিউব দেখে কাজ শেখা শুরু করে। বিয়ে বাড়ির ভিডিও এডিটিং এর কাজ করে, নিজের কাজ আরো ভালো করা চেষ্টা করে। সর্বভারতীয় একটি প্রতিযোগিতায় চকলেটের বিজ্ঞাপনে ভিজুয়াল এফেক্টের কাজ করে সেরা হন। সেখান থেকেই সিনেমায় কাজের সুযোগ আসে। প্রথম সানাক ছবিতে কাজের সুযোগ আসে। তারপর এক এক করে কাজ করেই চলেছেন। এখন বলিউড ছাড়িয়ে হলিউডের ছবির কাজ করছেন। মালদহ শহরের যুবককের এমন সাফল্য খুশি মালদহবাসী।
advertisement
হরষিত সিংহ 
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Bangla News: 'পুষ্পা'র ভিএফ এক্স আর্টিস্ট মালদহের যুবক! কাজ পেলেন হলিউডে! জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement