আনন্দ অনুষ্ঠান মুহূর্তে বদলে গেল মৃত্যুর শোকে, বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত ২ আহত ১০

Last Updated:

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের। আহত আরও অন্তত দশজন। যাঁদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাটি ঘটেছে মালদহ- নালাগোলা রাজ্য সড়কে।

মালদহ: বিয়ে বাড়ি মুহূর্তে বদলে গেল শোকের বাড়িতে। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের। আহত আরও অন্তত দশজন। যাঁদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাটি ঘটেছে মালদহ- নালাগোলা রাজ্য সড়কে। অটোতে করে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন কনে পক্ষের লোকজন। রাতের অন্ধকারে উল্টো দিক থেকে আসা দ্রুত গতির পিকআপ ভ্যান ধাক্কা মারে ওই গাড়িতে। মালদহ থানার আদমপুর এলাকায় মহামায়া মন্দিরের সামনে হয় অ্যাক্সিডেন্ট।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে। সকলকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে দুইজনকে মৃত বলে ঘোষণা করা হয় । মৃত অসীম সরকার ও ছবি কর্মকার। মৃতরা সম্পর্কে ভাই ও বোন। আহত আরও অন্তত ১০ জনকে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
advertisement
জানা গিয়েছে,  পারিবারিক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পুরাতন মালদহের কোট স্টেশন সাহাপাড়া এলাকায় আসছিলেন কন্যাযাত্রীরা। ওই অটোতে প্রায় ১৩ থেকে ১৪ জন যাত্রী ছিলেন। আদমপুরের কাছে রাতের অন্ধকারে দ্রুতগতির পিকআপ ভ্যান ধাক্কা মারে অটোতে। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অটোটি। দুর্ঘটনার পর আহতদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় মালদা থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ । এরপর আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
advertisement
advertisement
দুর্ঘটনার খবরে বিয়ে বাড়িতে পৌঁছতেই আনন্দ অনুষ্ঠানের তাল কাটে। শোকের ছায়া নেমে আসে বিয়ে বাড়িতেও। অনুষ্ঠান ছেড়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন বিয়ে বাড়ির লোকজন। এদিকে এলাকায় ঘন ঘন দুর্ঘটনা নিয়ে সরব হয়েছেন স্থানীয়রা। মাস ছয়েক আগেই এলাকায় দুর্ঘটনায় একইসঙ্গে চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। এরআগে একই এলাকায় মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হয় যুবকের। দুর্ঘটনা প্রবণ ওই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করার দাবি তুলেছেন স্থানীয়রা।
advertisement
Sebak DebSarma
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
আনন্দ অনুষ্ঠান মুহূর্তে বদলে গেল মৃত্যুর শোকে, বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত ২ আহত ১০
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement