‘নাইটি’ না পরলে সিনেমা পাবে না ! কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরক মাহি গিল
Last Updated:
কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলছেন একের পর এক অভিনেত্রী ৷ প্রথমে শ্রীরেড্ডি, তারপর রাধিকা আপ্তে, সঙ্গে যোগ হয়েছিলেন নৃত্য পরিচালক সরোজ খানও ৷
#মুম্বই: কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলছেন একের পর এক অভিনেত্রী ৷ প্রথমে শ্রীরেড্ডি, তারপর রাধিকা আপ্তে, সঙ্গে যোগ হয়েছিলেন নৃত্য পরিচালক সরোজ খানও ৷ আর এবার কাস্টিং কাউচ নিয়ে বলতে গিয়ে, দক্ষিণী এক পরিচালককে একহাত নিলেন অভিনেত্রী মাহি গিল ৷
সংবাদমাধ্যমকে মাহিল গিল জানিয়েছেন, ‘আমি সবে তখন কেরিয়ার শুরু করেছি ৷ একটা অডিশনে আমাকে পরিচালক বেশ কুৎসিত মন্তব্য করেছিলেন ৷ অডিশনের সময় তিনি স্পষ্ট জানিয়ে ছিলেন, নাইটিতে পরে দেখতে চাই আপনাকে ৷ আর নাইটি পরলেই অভিনয়ের সুযোগ পাবেন ৷ আমি সেদিন সালোয়ার কামিজে ছিলাম ৷’
advertisement
advertisement
হালে বলিউডে 'কাস্টিং কাউচ' নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কর মুখে পড়েছিলেন সরোজ খান। তড়িঘড়ি এই মন্তব্যর জন্য ক্ষমাও চেয়ে নেন বর্ষীয়াণ কোরিওগ্রাফার।
কিন্তু খবরে রয়ে গেল 'কাস্টিং কাউচ'! এবার মুখ খুললেন রাধিকা আপ্তে ও মারাঠি অভিনেত্রী ঊষা যাদব। সম্প্রতি বিবিসি-র একটি ডকুমেন্টারিতে তাঁরা তুলে ধরেন বলিউডে প্রচলিত 'কাস্টিং কাউচ'-এর ঘৃণ্য ছবি। ডকুমেন্টারির নাম 'বলিউড'স ডার্ক সিক্রেট'। দেখানো হবে ২৮ ও ২৯ এপ্রিল।
advertisement
এর আগেও রাধিকা বহুবার বলেছেন, বলিউডে 'কাস্টিং কাউচ'-এর প্রচলন রয়েছে। এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে যৌন হেনস্থার শিকার হতে হয় অভিনেতাদের। এই ডকুমেন্টারিতে তিনি স্পষ্ট করলেন, এসব সহ্য করার পরও কেন একজন চুপ করে থাকেন? তাঁর ভাষায়,
বলিউডে কোনও কোনও ব্যক্তিকে ভগবান হিসেবে দেখা হয়। তাঁরা এতটাই পাওয়ারফুল যে, ভিক্টিম ভাবে, সে যদি মুখ খোলে, তা হলে কেউ তার কথা বিশ্বাস করবে না! উলটে তার কেরিয়ার নষ্ট হয়ে যাবে। হলিউডে যেমন মহিলা পুরুষ একজোট হয়ে #MeeToo ক্যামপেন করেছেন, আমার মনে হয়, এখানেও এরকম স্ট্রং কোনও পদক্ষেপ নেওয়া উচিৎ। একই ডকুমেন্টারিতে নিজের জীবনে 'কাস্টিং কাউচ'-এর ভয়াবহ অভিজ্ঞতা ভাগ করেন ঊষা যাদবও। তাঁর ভাষায়, আমি সিনেমায় যে সুযোগটা পেয়েছিলাম, তার পরিবর্তে আমাকে কিছু দিতে বলা হয়েছিল! আমি বলি, আমার কাছে তো টাকা নেই! তখন সেই ব্যক্তি, যে আমায় ব্রেকটা দেন, বলেছিল-- না, না, না, টাকা নয়! যৌন সম্পর্কর কথা বলছি। সে প্রযোজকের সঙ্গে সেক্স হতে পারে, বা পরিচালকের সঙ্গে, অথবা দু'জনের সঙ্গেই।
Location :
First Published :
May 02, 2018 4:10 PM IST