কেমোথেরাপি চাই না...কখনই না, কেন বললেন লাকি আলি ?
Last Updated:
আরও এক তারকা ক্যান্সারের শিকার ৷ এবার গায়ক, সুরকার লাকি আলি ৷ অন্তত সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি পোস্ট তেমনই ইঙ্গিত করছে ৷ লাকি আলি লিখছেন প্রিয় কেমোথেরাপি তুমি কারও জীবনে তুমি কখনই কাঙ্খিত নও ৷
#মুম্বই: আরও এক বলিউড তারকা কি ক্যান্সারের শিকার ? এবার গায়ক, সুরকার লাকি আলি ৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি পোস্ট তেমনই ইঙ্গিত করছে ৷ লাকি আলি লিখছেন প্রিয় কেমোথেরাপি তুমি কারও জীবনে তুমি কখনই কাঙ্খিত নও ৷ তাঁর এই লেখা থেকেই সন্দেহ দানা বাঁধতে শুরু করে ৷ ক্যান্সারের চিকিৎসা হিসেবেই কেমোথেরাপি ব্যবহার করা হয় ৷ যদিও ক্যান্সার ছাড়াও বেশ কিছু চিকিৎসা পদ্ধতিতে এই থেরাপি নিতে হয় ৷ লাকি আলির ক্ষেত্রে বিষয়টা কী সেটা স্পষ্ট নয় ৷
advertisement
কেমোথেরাপির ফলে শরীরে ছাপ পড়তে থাকে ৷ পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল উঠে যায়, মুখে কালো ছোপ পড়ে ৷ লাকি আলির চেহারায় তেমন কিছু চিহ্ন নজরে আসছে ৷ সেই থেকেই এই আশঙ্কা ৷ সঙ্গে জুড়েছে তাঁর ট্যুইটও ৷ যদিও অ্যাকাউন্টি ভেরিফাইড নয়, অর্থাৎ সেটি যে নির্দিষ্টভাবে লাকি আলিরই সেটা বোঝা যাচ্ছে না ৷ বলিউডেও তাঁকে পাওয়া যায়নি দীর্ঘদিন ৷ তাঁর শেষ কাজ ছিল তামাশা ছবিতে সফরানা গানটি ৷
advertisement
Dear Chemo therapy you should not be an option..ever...
— luckyali (@luckyali) July 19, 2018
Location :
First Published :
July 20, 2018 2:58 PM IST