Love News: প্রেম মানে না কোনও কিছুই, অসমের বিধবা মহিলাকে বিয়ে হলদিয়ার যুবকের 

Last Updated:

পাঁচ বছরের কন্যা নিকিতাকে নিয়ে একাকীত্ব বোধ করতে থাকেন দীপালি। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে বাড়ির লোকের অনুমতি নিয়েই পাত্রের খোঁজ করতে থাকেন দীপালি।

youth from purba medinipur marries widow from assam
youth from purba medinipur marries widow from assam
#হলদিয়া: বিদ্যাসাগরের জেলা অবিভক্ত মেদিনীপুর আবারও বিধবা বিবাহের সাক্ষী থাকল। এবার অসমের এক বিধবা মহিলাকে বিয়ে করলছন হলদিয়ার এক যুবক। করোনা কেড়ে নিয়েছে স্বামীকে, সব ভুলে নতুন করে আবার সংসার পাতলেন দীপালি। ট্রেনে চেপে বারো শ কিলোমিটার দূর অসম থেকে হলদিয়ায় এসে সুতাহাটার অনন্তপুর গ্ৰামের বাসিন্দা পেশায় ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বছর চৌত্রিশের বিভাস ঘাঁটীর সঙ্গে বিয়ে হল সাতাশ বছর বয়সী দীপালি তালুকদারের। বিধবা বিবাহের ফের দৃষ্টান্ত স্থাপন করল বিদ্যাসাগরের জেলা মেদিনীপুর। হলদিয়ার মানুষকে আবার মনে করিয়ে দিল চলতি বছরে ছয় মাস আগে বিধবা পুত্রবধূর বিয়ে দেওয়া শ্বশুর-শাশুড়ির কথা। বিজ্ঞান কর্মী নকুল চন্দ্র ঘাঁটীর চলার পথ অবলম্বন করলেন ভাইপো বিভাস ঘাঁটী।
অসমের  কামরূপ (মহানগর) জেলার চন্দ্রপুর গ্ৰামের বাসিন্দা দীপালি তালুকদার ২০১৬ সালে পেশায় সিমেন্ট কারখানার শ্রমিক ধঞ্জিত তালুকদারকে বিয়ে করে। কিন্তু বিয়ের ছয় বছরের মধ্যেই করোনা আক্রান্ত হয়ে মারা যান ধঞ্জিত তালুকদার। পাঁচ বছরের কন্যা নিকিতাকে নিয়ে একাকীত্ব বোধ করতে থাকেন দীপালি। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে বাড়ির লোকের অনুমতি নিয়েই পাত্রের খোঁজ করতে থাকেন দীপালি।
advertisement
youth from purba medinipur marries widow from assam youth from purba medinipur marries widow from assam
advertisement
নিজের স্মার্টফোনে জনপ্রিয় বিবাহ অ্যাপসে বেশ কয়েকমাস ধরে বিভিন্ন পাত্রের সঙ্গে যোগাযোগ করতে থাকেন। অবশেষে হলদিয়ার সুতাহাটা ব্লকের অনন্তপুর গ্ৰামের বাসিন্দা পেশায় ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বিভাস ঘাঁটীর সঙ্গে যোগাযোগ হয়। এরপর দুই পরিবারের সদস্যরা কথাবার্তা বলে বিয়ের সমন্ধ ঠিক হয়।
advertisement
রবিবার সন্ধ্যায় হলদিয়ার এইচ পি এল লিঙ্ক রোড সংলগ্ন একটি মন্দিরে বিভাস ও দীপালির চার হাত এক দেন দুই পরিবার। দীপালি বলেন "মেয়ের মুখের দিকে তাকিয়ে বিয়ে করতে রাজি হয়ে যাই, এবার মেয়েকে ভালো করে মানুষ করব। বিভাস বলেন "কাকু নকুল চন্দ্র ঘাঁটীর অনুপ্রেরণা পেয়েই সব পুরানো ইতিহাস ভুলে নতুন করে সংসার করতে চাই, আজ থেকে দীপালি ও নিকিতার সমস্ত দায়দায়িত্ব কাঁধে তুলে নিলাম।"
advertisement
ছোট বেলায় নিকিতা বাবাকে হারিয়ে ফের নতুন করে কাউকে বাবা বলে ডাকতে পারবে জেনে খুব খুশি। গ্ৰামবাসীদের উপস্থিতিতে নব দম্পতিকে বরণ করে নেন শ্বশুর, শাশুড়ি বিল্পপদ ঘাঁটী ও সবিতা ঘাঁটী। করোনায় স্বামীকে হারিয়ে নতুন জীবনের পথে বিভাসকে সঙ্গী করে পথিক হলেন দীপালি। বিদ্যাসাগরের প্রয়াণ মাসে বিধবা বিবাহের দৃষ্টান্ত স্থাপন করল বিদ্যাসাগরের জেলা।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Love News: প্রেম মানে না কোনও কিছুই, অসমের বিধবা মহিলাকে বিয়ে হলদিয়ার যুবকের 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement