নিম্নচাপের বৃষ্টির মধ্যেই পশ্চিম মেদিনীপুরে টর্নেডো!

Last Updated:

Bengali News: জেলার কেশিয়াড়ি ব্লকের কলাবনীতে দেখা গেলো টর্নেডো!

#পশ্চিম মেদিনীপুর:  জেলার কেশিয়াড়ি ব্লকের কলাবনীতে দেখা গেলো টর্নেডো! একদিকে, গভীর নিম্নচাপের জেরে টানা বৃষ্টি অন্যদিকে তারই মধ্যে টর্নেডো ঝড়, প্রকৃতি যেন চুড়ান্ত পর্যায়ের পরীক্ষা নিতে শুরু করেছে মানুষের। যদিও, বুধবার দুপুরের এই ঝড়ের ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, কিন্তু যে এলাকার উপর দিয়ে ঝড় বয়ে গেছে, সেই এলাকার বেশ ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে সকালে যে জায়গাতে চারচাকা গাড়ি সমেত ভেসে গিয়েছিলেন শালবনী টাঁকশালের বিআরবি আধিকারিক ভানুপ্রতাপ, সেই একই জায়গাতে দুপুরে ভেসে যাচ্ছিলেন শালবনী থানার সিভিক পুলিশ আজয় মাহাত। ওই রাস্তায় তাঁর ভেসে যাওয়া পালসার বাইক-টি উদ্ধার করতে গিয়ে তিনিও ভেসে যাচ্ছিলেন!
স্থানীয়রা পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করে, এখন তার বাইকটি উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন। জানা গেছে, শালবনীর টাঁকশাল যাওয়ার রাস্তার ওই জুলি চাতাল দিয়ে নিজের বাইকে করে ডিউটি করতে যাচ্ছিলেন মুগবাড়ী গ্রামের বাসিন্দা বছর ৩০ এর অজয়। কিন্তু, প্রচন্ড জলের স্রোতের জন্য দাঁড়িয়ে যান তিনি। এর মধ্যেই, জলস্রোতে তাঁর বাইকটি ভেসে যায়। সেটিকে উদ্ধার করতে গিয়ে নিজেও প্রায় তলিয়ে যাচ্ছিলেন!
advertisement
advertisement
সাঁতার দিয়ে এবং স্থানীয়দের চেষ্টায় কোনোমতে প্রাণে বাঁচেন এই যাত্রায়! তাঁকে উদ্ধার করা গেলেও, বাইকটি ভেসে যায় বলে জানা গেছে। শালবনী থানার তরফে ওই এলাকায় ইতিমধ্যে সিভিক পুলিশ দেওয়া হয়েছে এবং ওই রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ করা হয়েছে। এদিকে, ওখানেই ডিউটি করতে আসছিলেন অজয়। হয়তো ভাবছিলেন কোনও ভাবে পেরিয়ে যাবেন! কিন্তু, জলের তীব্র স্রোত তাঁর বাইকটি ভাসিয়ে নিয়ে যায়। যদিও প্রাণে বাঁচেন অজয়।
advertisement
 Partha Mukherjee 
view comments
বাংলা খবর/ খবর/Local News/
নিম্নচাপের বৃষ্টির মধ্যেই পশ্চিম মেদিনীপুরে টর্নেডো!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement