Cancer| Midnapore news: ক্যান্সার রোগীদের জন্য চুল দান করলেন মেদিনীপুরের বাসিন্দা শিক্ষিকা সুজাতা বসু

Last Updated:

Cancer| Midnapore news: ক্যানসার রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন মেদিনীপুর শহরের বাসিন্দা, মেদিনীপুর মিশন গার্লস হাইস্কুলের ভূগোলের শিক্ষিকা সুজাতা বসু।

Sujata Basu, a teacher from Medinipur, donated hair for cancer patients
Sujata Basu, a teacher from Medinipur, donated hair for cancer patients
#পশ্চিম মেদিনীপুর: ক্যানসার রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন মেদিনীপুর শহরের বাসিন্দা, মেদিনীপুর মিশন গার্লস হাইস্কুলের ভূগোলের শিক্ষিকা সুজাতা বসু। ক্যানসার রোগীদের চুল নিয়ে কাজ করা মুম্বাই-এর এক স্বেচ্ছাসেবী সংগঠন "মদত" ট্রাস্টের মাধ্যমে তিনি এই কাজটি করলেন। গাইড লাইন মেনে নিজের চুল কেটে সেটাকে কুরিয়ার করে পাঠিয়ে দিলেন মদত ট্রাস্টের কাছে।
প্রসঙ্গত : যেসব ক্যানসারে রুগীদের কেমোথেরাপি চিকিৎসায় মাথার চুল উঠে যায়, তাদের পরচুলার জন্য চুলের প্রয়োজন হয়। সুজাতা বসু এই কাজের জন্য নিজের মাথার শখের লম্বা চুলের চৌদ্দ ইঞ্চি কেটে বিনুনি করা অবস্থায় পাঠালেন মদত ট্রাস্টে। সুজাতা বসু জানালেন, "আমরা মেয়েরা কতবার যে চুল কাটি আর নষ্ট করি তার ঠিক নেই, কিন্তু আমার এক ছাত্রী মনীষিতা বোস কিছুদিন পূর্বে এইভাবে ক্যানসার রোগীদের চুল দান করায় আমি ওর কাছ থেকে অনুপ্রাণিত হয়ে মনস্থির করি চুল দান করার বিষয়ে। এব্যাপারে তিনি তাঁর পরিবারের সবাইকে পাশে পেয়েছেন।
advertisement
সুজাতা বসু আরো জানান, তাঁর মাথার চুল যদি একজন ক্যানসার আক্রান্তের সাহায্যে লাগে, তাহলে তিনি নিজেকে ধন্য মনে করবেন। আগামী দিনেও তিনি এভাবে মানুষের পাশে থাকতে চান। পাশাপাশি তিনি অন্যদেরও এই কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, এই পূজার মরসুমে রূপচর্চার প্রয়োজনে অনেকেই নিজের চুল কেটে ফেলেন। তাঁরা যদি সেই চুলটা একটু গাইড লাইন মেনে কেটে ক্যানসার রোগীদের জন্য পাঠিয়ে দেন তবে ক্যানসার রোগীরা উপকৃত হবেন। স্কুল শিক্ষিকা সুজাতা বসুর এই কাজের ভুয়সী প্রশংসা করেছেন তাঁর ছাত্রী থেকে সহ শিক্ষিকা, আত্মীয় স্বজন সকলেই।
advertisement
advertisement
 Partha Mukherjee
বাংলা খবর/ খবর/Local News/
Cancer| Midnapore news: ক্যান্সার রোগীদের জন্য চুল দান করলেন মেদিনীপুরের বাসিন্দা শিক্ষিকা সুজাতা বসু
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement