#পশ্চিম মেদিনীপুর- সারা বিশ্বের সঙ্গে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলাতেও উদযাপন করা হল মুসলিম সম্প্রদায় ভুক্ত মানুষদের প্রার্থনার উৎসব শবে বরাত। এই দিনটিতে মুসলিম সম্প্রদায় ভুক্ত মানুষেরা তাদের পূর্ব পুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে প্রার্থনা করেন বাড়ি লাগোয়া বিভিন্ন মাজার ও কবরস্থান গুলিতে। পাশাপাশি এদিন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা নিজেদের বাড়ি রংবেরঙের আলো দিয়ে সাজান। এদিন বিকেল থেকেই মেদিনীপুরের মুসলিম সম্প্রদায় ভুক্ত এলাকাগুলোতে শবে বরাত উৎসব পালনের চিত্র উঠে আসতে দেখা যায়। একই সাথে বিভিন্ন কবরস্থান গুলিতেও তারা তাদের প্রয়াত পূর্ব পুরুষদের সমাধিস্থলে মোমবাতি জ্বালিয়ে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন।
এই উৎসবকে সামনে রেখে মুসলিম সম্প্রদায় ভুক্ত মানুষের বাড়িতে নানান ধরনের খাবার তৈরি হয়। এছাড়াও এদিন সন্ধ্যে থেকেই বিভিন্ন মুসলিম এলাকাগুলোতে তাদের ধর্মগ্রন্থ পাঠ করেন মুসলিম ধর্মীয় গুরুরা। মেদিনীপুর শহরের অন্যতম এক মুসলিম ধর্মগুরু ডাঃ এরশাদ আলী বলেন, "এই উৎসব শুধু দেশ নয়, গোটা বিশ্ব জুড়ে উদযাপন করে থাকেন মুসলিম সম্প্রদায় ভুক্ত মানুষেরা। শবে বরাতের অর্থ আতসবাজি ফাটানো নয়, নতুন কলসিতে জল ভর্তি করে আনা নয়। বরং শবেবরাত এর অর্থ হল, নিজেদের প্রয়াত পূর্ব পুরুষদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা। নিজেদের জীবনের ভালো কর্ম তাঁদের প্রতি উৎসর্গ করা এবং সংসারের কল্যাণে ধর্মগ্রন্থ পাঠ করার মাধ্যমে প্রার্থনা করা। তাই এখন এই উৎসবের প্রকৃত অর্থ মানুষকে বোঝাতে হবে। কারণ অনেকেই উৎসব পালনের আসল উদ্দেশ্য জানেন না।" তাদের শেখানো উচিত বোঝানো উচিৎ বলে মনে করেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: West Medinipur, West Midnapore