Jhargram News: বাবলা গাছের জঙ্গলে জন্ম হওয়া কালিপদ সরেনের নাম 'পদ্মশ্রী' সম্মানের  প্রাপক হিসেবে ঘোষণা করেছে ভারত সরকার

Last Updated:

তিনি জানিয়েছেন, গত ৪৫ বছর ধরে তিনি সাঁওতালি সমাজের কথা তাঁর সাহিত্যে তুলে ধরছেন

+
পদ্মশ্রী

পদ্মশ্রী পুরস্কার প্রাপক আদিবাসী সাহিত্যিক কালিপদ সরেন

#পশ্চিম মেদিনীপুর- বাবলা গাছের জঙ্গলে জন্ম হওয়া কালিপদ সরেনের নাম 'পদ্মশ্রী' সম্মানের প্রাপক হিসেবে ঘোষণা করেছে ভারত সরকার। পশ্চিমবঙ্গ রাজ্যে সাঁওতালি সাহিত্যে প্রথম 'পদ্মশ্রী' সম্মান পাচ্ছেন, ঝাড়গ্রামের ভরতপুরের অধিবাসী কালিপদ সরেন। গত ২৫শে জানুয়ারি ভারত সরকার সাহিত্যে 'পদ্মশ্রী' পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করেছেন। সাহিত্য জগতে তিনি অবশ্য খেরওয়াল সরেন ছদ্মনামেই সমধিক পরিচিত। ২০০৭ সালে, 'চেৎরে চিকায়েনা' নাটকের জন্য এবং ২০১৯ সালে সাঁওতালিতে সেরা অনুবাদ কাজের জন্য মোট দুইবার 'সাহিত্য একাডেমি' পুরস্কার লাভ করেছেন।
জঙ্গলমহলের লালগড়ের বেলাটিকরি অঞ্চলের রঘুনাথপুর গ্রামে তাঁর জন্ম। পার্শ্ববর্তী গ্রামে প্রাথমিক শিক্ষার পর, মেদিনীপুর সদর ব্লকের চাঁদরা হাই স্কুলে পঞ্চম শ্রেণিতে ভর্তি হন, এবং এই স্কুল থেকেই ১৯৭৭ সালে হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ হন। পরে ঝাড়গ্রামের সেবাভারতী মহাবিদ্যালয় থেকে কলা বিভাগে স্নাতক এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর সম্পূর্ণ করেন। ১৯৮৪ সালে ভারতীয় স্টেট ব্যাংকের চাকরিতে যোগদান করেছিলেন, ২০১৭ সালে তিনি চাকরি থেকে অবসর নিয়েছেন। তিনি জানিয়েছেন, গত ৪৫ বছর ধরে তিনি সাঁওতালি সমাজের কথা তাঁর সাহিত্যে তুলে ধরছেন। মূলত, এই সমাজের অশিক্ষা, কুসংস্কার ও মাদকাশক্ত হয়ে পড়ার প্রবণতাকে তার লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Jhargram News: বাবলা গাছের জঙ্গলে জন্ম হওয়া কালিপদ সরেনের নাম 'পদ্মশ্রী' সম্মানের  প্রাপক হিসেবে ঘোষণা করেছে ভারত সরকার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement