প্রাক্তন বিধায়, স্বাধীনতা সংগ্রামী বঙ্কিম বিহারী পাল বাবুর জন্মদিন উদযাপন

Last Updated:
#পশ্চিম মেদিনীপুর : বৃহস্পতিবার যথোচিত মর্যাদায় দ্য ভয়েস অব মিদনাপুর এর উদ্যোগে মেদিনীপুরের ভূমিপুত্র, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, প্রাক্তন বিধায়ক শ্রীবঙ্কিম বিহারী পাল (১৯০৫-১৯৭৯) এর ১১৭তম জন্ম জয়ন্তী পালন ও স্মরণ করা হল। এক্কেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এই স্মরণ কর্মসূচি উদযাপিত হয়। দ্য ভয়েস অব মিদনাপুরের তরফে শিবদেব মিত্র জানিয়েছেন- 'বিংশ শতাব্দীর মেদিনীপুরের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এবং স্বাধীনতার পরবর্তী দেশ গড়ে ওঠার দিনগুলোয়, শ্রীবঙ্কিম বিহারী পাল ওরফে গুজিবাবু এক অন্যতম নাম। মহাত্মা গান্ধীর আদর্শে জারিত গুজিবাবু, প্রাক স্বাধীনতা পর্বে মেদিনীপুর শহরে হরিজন আন্দোলনের অন্যতম রূপকার ছিলেন। গান গেয়ে দল বানাতেন। এমনকি বারবণিতা দেরও জুড়ে নিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনের মূল স্রোতে। আন্দোলনকে আরও শক্তিশালী করতে, বিবাহ সূত্রে বাঁধা পড়েছিলেন, এক সুন্দরী বারবণিতার সাথে। বহু স্বাধীনতা আন্দোলন আলোচনাকারীর মুখে, তাঁর ' বারবনিতা পাড়ার মাস্টার ' নামটি বহুল আলোচিত হয়েছে। স্বাধীনতার পরবর্তী দেশ গড়ার দিনগুলোয়, মেদিনীপুর পুরসভার নানা গুরুভার সামলেছেন কৃতিত্ব ও ব্যাপক জনপ্রিয়তার সঙ্গে। প্রসঙ্গত উল্লেখ্য, মেদিনীপুর শহর শহীদ প্রশস্তি সমিতির প্রতিষ্ঠা বঙ্কিমবাবুর অন্যতম কৃতিত্ব। ১৯৭৭ সালে জনতা দলের তরফে মেদিনীপুর বিধানসভায় বিধায়ক নির্বাচিত হন গুজিবাবু এবং কার্যকালের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন '
এদিন মেদিনীপুর পুরসভার সামনে শ্রীবঙ্কিম বিহারী পাল ওরফে গুজিবাবুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন সংগঠনের তরফে বাসুদেব চক্রবর্তী, বিশ্বনাথ সাহু, শিবদেব মিত্র প্রমুখ।
Partha Mukherjee
advertisement
বাংলা খবর/ খবর/Local News/
প্রাক্তন বিধায়, স্বাধীনতা সংগ্রামী বঙ্কিম বিহারী পাল বাবুর জন্মদিন উদযাপন
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement