বুধবারও বৃষ্টির পূর্বাভাস দুই মেদিনীপুর-ঝাড়গ্রাম-পুরুলিয়া-বাঁকুড়ায়
- Published by:Ananya Chakraborty
Last Updated:
বুধবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়
পশ্চিম মেদিনীপুর- গত কয়েক দশকে এরকম টানা দুর্যোগের স্বীকার হয়নি বঙ্গবাসী! প্লাবিত বঙ্গে ফের রাতভর বৃষ্টি। কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম প্রভৃতি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। ভোর থেকে কলকাতায় বৃষ্টি কমে গেলেও চলছে মেদিনীপুরে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ ঘূর্ণাবর্ত সরছে পশ্চিম দিকে। ফলে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে আজ থেকে পশ্চিমের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে বাড়বে বৃষ্টির পরিমাণ। এইসব জেলাগুলিতে আজ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেইসঙ্গে বজ্রপাত নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করছে আবহাওয়া দফতর। বজ্রপাতের সময় মানুষজনকে পাকা বাড়ির নীচে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও, বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে। বাকি জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। বাকি জেলাগুলিতে বর্ষার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এদিকে পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ২৫ সেপ্টেম্বর নাগাদ আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি সম্ভাবনা। যা পশ্চিম-উত্তর-পশ্চিমে ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। এর জেরে ২৬ সেপ্টেম্বর থেকে ওড়িশা ও সংলগ্ন এলাকায় নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Location :
First Published :
September 21, 2021 9:51 PM IST