শিক্ষা ও শিক্ষক স্বার্থে সংগঠনের হয়ে কাজ করব", তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অনিমেষ দে
- Published by:Pooja Basu
Last Updated:
অনিমেষ দে (Animesh De) বেলদা চক্রের বীরবরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক
তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর(West Midnapore) জেলা শাখার নতুন সভাপতি হলেন- অনিমেষ দে। তিনি বেলদা চক্রের বীরবরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শনিবার সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্রের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির নতুন চেয়ারম্যান(Trinamool Primary Teachers Association) মনোনীত হয়েছেন অনিমেষ(Animesh Dey)।
প্রসঙ্গত, সংগঠনের প্রাক্তন জেলা সভাপতি অর্ঘ্য চক্রবর্তী সম্প্রতি ওই পদ থেকে পদত্যাগ করেছিলেন। যদিও, পদত্যাগের বিষয়টি-কে 'স্বাভাবিক' আখ্যা দিয়েছিল জেলা তৃণমূল নেতৃত্ব এবং শিক্ষক সংগঠনের রাজ্য নেতৃত্ব। মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা জানিয়েছিলেন, "অর্ঘ্য বাবু দীর্ঘদিন সাফল্যের সঙ্গে কাজ করেছেন। কিন্তু, উনি প্রাক্তন শিক্ষক ছিলেন। তাই পদত্যাগ করেছিলেন।" একজন তরুণ ও বর্তমান শিক্ষক হিসেবে অনিমেষ খুব ভাল কাজ করবেন বলেও তিনি আশাবাদী!
advertisement
advertisement
উল্লেখ্য, শনিবার সংগঠনের রাজ্য নেতৃত্বের নির্দেশ আসার পরই অনিমেষের হাতে জেলা সভাপতি'র নিয়োগপত্র তুলে দেন সংগঠনের রাজ্য উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষক ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র। শুভেচ্ছা জানিয়ে শ্যামপদ বাবু বলেছেন, "আমাদের বিশ্বাস, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু'র আশীর্বাদ নিয়ে জেলার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা ও প্রাথমিক শিক্ষার স্বার্থে অনিমেষ নিরলস ভাবে কাজ করে যাবে। এরকম একজন তরুণ ও তরতাজা শিক্ষক-কে জেলা সংগঠনের সভাপতি হিসেবে পেয়ে জেলার সকল শিক্ষক-শিক্ষিকারাই খুশি হবেন বলেও আমাদের বিশ্বাস।"
advertisement
অন্যদিকে, এই দায়িত্ব পেয়ে অনিমেষ বললেন, "দায়িত্ব অনেক বেড়ে গেল। আশা করি, সংগঠনের সকল শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতা এবং রাজ্য নেতৃত্বের পরামর্শ-কে পাথেয় করে এগিয়ে যেতে পারব। জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা সহ সকলেই শিক্ষক সংগঠনের পাশে আছেন। তাছাড়া, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শিক্ষা ও শিক্ষক-দের স্বার্থে শিক্ষক নিয়োগ, মাস পয়লায় বেতন, শিক্ষিকাদের বাড়ির কাছে বদলি, সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের নিজের জেলায় বদলি এবং উৎসশ্রী'র মতো ঐতিহাসিক এক স্বচ্ছ ও ডিজিটাল বদলি ব্যবস্থা চালু করেছেন, তাতে শিক্ষক-শিক্ষিকারা আপ্লুত। শিক্ষার স্বার্থে আমরাও তাঁর আদর্শ ও পথ নির্দেশিকা মেনে কাজ করব।"
Location :
First Published :
September 26, 2021 12:27 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
শিক্ষা ও শিক্ষক স্বার্থে সংগঠনের হয়ে কাজ করব", তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অনিমেষ দে