Bengal news| Nadia: একটি মাঠকে ঘিরে বিপুল ঝামেলা ৩ পাড়ার মধ্যে

Last Updated:

ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর (Nadia News) থানার পুলিশ

মাঠ নিয়ে বচসা তিনটি পাড়ার মধ্যে
মাঠ নিয়ে বচসা তিনটি পাড়ার মধ্যে
#নদিয়া: একটি খেলার মাঠকে কেন্দ্র করে তিন পাড়ার মধ্যে উত্তেজনা সৃষ্টি হল নদিয়া শান্তিপুরে (Benagl, Nadia)। দুই পাড়ার অভিযোগ মন্দির নির্মাণ করে দখলবাজি করার চেষ্টা চলছে> দুই পাড়ার অভিযোগ ভিত্তিহীন বলে ক্ষোভ উগরে দিলেন অন্য একটি পাড়ার সাধারণ মানুষ। ঘটনাটি শান্তিপুর (Nadia, Shantipur) থানা এলাকার দত্তপাড়া এলাকায়।
বৃহস্পতিবার শান্তিপুর দত্তপাড়া (Shantipur, Duttapara) মাঠে একটি মন্দির নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। শান্তিপুর বেড় দাসপাড়া, দত্তপাড়া কলোনির সাধারণ মানুষের অভিযোগ করেন, দত্তপাড়া পাঁচ মাথা মোর এলাকার বেশকিছু মানুষ দত্তপাড়া মাঠ দখল করার চেষ্টা করছে৷ প্রায় ৫০০ স্কয়ারফিটের একটি দুর্গা প্রতিমার বেদী তৈরি করে মাঠ দখলের চেষ্টা করে তারা, এমনই অভিযোগ। আর এই বেদী তৈরি করাতেই উত্তেজনা সৃষ্টি হয় তিন পাড়ার মধ্যে।
advertisement
advertisement
বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে বেড় দাসপাড়া ও দত্তপাড়া কলোনির সাধারণ মানুষ মাঠের উপরে দাঁড়িয়ে বেশ খানিকটা সময় বিক্ষোভ দেখাতে শুরু করে। জানা গিয়েছে যে, এই মাঠটিতে বহু বছর ধরে বিভিন্ন রকম খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রক্তদান শিবির সহ প্রতিযোগিতামূলক বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়।স্থানীয়দের অভিযোগ, হঠাৎই দুর্গাপ্রতিমার বেদী বড় করে তৈরি করে দখল করার চেষ্টা করছে দত্তপাড়া পাঁচমাথা মোড়।
advertisement
এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের দ্বারস্থ হয় বেড় দাসপাড়া ও দত্তপাড়া কলোনি, তাদের দাবি দীর্ঘদিনের এই খেলার মাঠ আমরা দখল করতে দেব না। যদিও ওই দুই পড়ার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছে দত্তপাড়া পাঁচমাথা এলাকার সাধারণ মানুষ। তারা জানায় প্রায় ৭ বছর ধরে এলাকার মহিলারা এখানে একটি দূর্গাপূজা করে। অঞ্জলি দেওয়ার জায়গা ছোট হওয়ার কারণে বেদীটি একটু বড় করা হয়েছে। এখানে দখলবাজির কোনও প্রশ্নই ওঠে না। পুজোটা বন্ধ করে দেওয়ার জন্যই বিক্ষোভ দেখিয়ে এই ধরনের ঘৃণ্যতম কাজ করা হচ্ছে বলে, তাদের পাল্টা অভিযোগ।
advertisement
ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর (Shantipur Police) থানার পুলিশ। এরপর তিনটি পাড়ার মানুষের সাথে কথা বলে পরিস্থিতি সামাল দেয়। এছাড়াও পরবর্তীতে আলোচনার ভিত্তিতে সমস্যা যেন সমাধান হয় সেই নিয়েও কথাবার্তা বলে শান্তিপুর থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Bengal news| Nadia: একটি মাঠকে ঘিরে বিপুল ঝামেলা ৩ পাড়ার মধ্যে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement