দশমে প্রায় ৬০ শতাংশ পরীক্ষার্থী ৯০ শতাংশের উপরে! দ্বাদশেও নজরকাড়া সাফল্য বিদ্যাসাগর শিশু নিকেতনের
- Published by:Ananya Chakraborty
Last Updated:
দশমে প্রায় ৬০ শতাংশ পরীক্ষার্থী ৯০ শতাংশের উপরে! দ্বাদশেও নজরকাড়া সাফল্য বিদ্যাসাগর শিশু নিকেতনের
সদ্য প্রকাশিত আইসিএসই (ICSE) এবং আইএসসি (ISC) পরীক্ষার ফলাফলে এবারও নজরকাড়া সাফল্য মেদিনীপুর শহরের বিদ্যাসাগর শিশু নিকেতনের। বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, আইসিএসই অর্থাৎ দশমের পরীক্ষায় তাঁদের মোট পরীক্ষার্থী ছিল- ১৬৮ জন (৬৯ জন ছাত্রী ও ৯৯ জন ছাত্র)। এর মধ্যে, ৯৫ শতাংশ কিংবা তার বেশি নম্বর পেয়েছে ৪৬ জন (২৯ জন ছাত্র ও ১৭ জন ছাত্রী)। ৯০ থেকে ৯৪.৯ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে ৫০ জন (২৯ জন ছাত্র ও ২১ জন ছাত্রী)। সবমিলিয়ে ৯৬ জন ছাত্র ছাত্রী ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। শতাংশের হিসেবে যা মোট পরীক্ষার্থীর প্রায় ৫৮ শতাংশ। অন্যদিকে, ৮০ থেকে ৮৯.৯ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে ৬২ জন। বাকি মাত্র ১০ জন ছাত্র ছাত্রী ৬০ থেকে ৭৯.৯ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে। বলাই বাহুল্য অকৃতকার্য কেউ নেই!
অন্যদিকে, আই এস সি (ISC) বা দ্বাদশের পরীক্ষায় মেদিনীপুর শহরের এই নামকরা ইংরেজি মাধ্যম স্কুল, বিদ্যাসাগর শিশু নিকেতনের পরীক্ষার্থী ছিল- ৯৬ জন (ছাত্রী ৪০ জন ও ছাত্র ৫৬ জন)। এর মধ্যে, ৯৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ১৩ জন (৯ জন ছাত্রী, ৪ জন ছাত্র)। ১৭ জন ছাত্র-ছাত্রী ৯০ থেকে ৯৪.৯ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে। সবমিলিয়ে ৩০ জন ছাত্র-ছাত্রী ৯০ শতাংশের অধিক নম্বর পেয়েছে। ৪৪ জন ছাত্র-ছাত্রী ৮০ থেকে ৮৯.৯ শতাংশ নম্বর পেয়েছে। বাকি ২২ জন ছাত্র-ছাত্রী ৬০ থেকে ৭৯.৯ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে। বিদ্যাসাগর শিশু নিকেতনের এই ফলাফলে খুশি জেলার শিক্ষিত ও সচেতন নাগরিকরা। ফলাফলে সন্তুষ্ট বেশিরভাগ অভিভাবক-অভিভাবিকারাও। ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
Location :
First Published :
July 26, 2021 11:51 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
দশমে প্রায় ৬০ শতাংশ পরীক্ষার্থী ৯০ শতাংশের উপরে! দ্বাদশেও নজরকাড়া সাফল্য বিদ্যাসাগর শিশু নিকেতনের