durga puja Travel : পুজোয় ঘুরে আসুন কালিকাপুর রাজবাড়ি ! করুন গুপ্তধনের সন্ধান
- Published by:Piya Banerjee
Last Updated:
durga puja Travel: ৪০০ বছর আগের এই রাজবাড়ির অবস্থা এখনও বেশ লক্ষণীয়। ঐতিহ্যের সঙ্গে মাথা তুলে এখনও দাড়িয়ে আছে এই রাজবাড়ি।
#পশ্চিম বর্ধমান: ঘুরতে যাওয়া আর পুজো (durga puja Travel) দেখার আনন্দ একসঙ্গে পেতে চান? তাহলে চলে আসতে পারেন কালিকাপুর রাজবাড়িতে। প্রায় ৪০০ বছর আগের এই রাজবাড়ি অবস্থা এখনও বেশ লক্ষণীয়। ঐতিহ্যের সঙ্গে মাথা তুলে এখনও দাড়িয়ে আছে এই রাজবাড়ি।
বলিউড-টালিউডের বহু সিনেমায় দেখা পাওয়া গিয়েছে কালিকাপুর রাজবাড়ির(durga puja Travel)। এখনও সেখানে নিয়ম মেনে চলে আসছে পুজো। পরিবারের সকলেই বাইরে থাকেন। তবে সবাই এসে জড়ো হন পুজোতে। রাজবাড়ির পুজোর আনন্দ উপভোগ করতে আসেন বহু মানুষ। রাজবাড়িতে শুটিং থেকে যে আয় হয়, সেই টাকা দিয়েই আয়োজন করা হয় দুর্গাপুজোর। সারা বছর চলে রক্ষণাবেক্ষণের কাজ।
advertisement
৪০০ বছর আগে বর্ধমান রাজার(durga puja Travel) দেওয়ান ছিলেন পরমানন্দ রায়। সেই সূত্রেই তার হাতে আসে কাঁকসার বিরাট একটি অংশের জমিদারিত্ব। জঙ্গল অংশ কেটে তৈরি হয় বসতবাড়ি। তৈরি হয় পুকুর, বাগান। আর পরিবারের দুর্গাপুজো করার জন্য তৈরি হয়, দুর্গা মন্দির। পরমানন্দের সাত পুত্রের জন্য তৈরি হয় সাতমহলা প্রাসাদ। এই প্রাসাদই কালিকাপুর রাজবাড়ী বলে খ্যাত।
advertisement
advertisement
জানা যায়, পরমানন্দ ছিলেন কালিকাপুরের (durga puja Travel)পাশের গ্রাম মৌখিরার বাসিন্দা। তবে সেখানে এই বিশাল রাজবাড়ী গড়ে তোলার জন্য পর্যাপ্ত জায়গা না পেয়ে, তিনি কালিকাপুরে চলে আসেন। সেখানেই তৈরি করেন এই বসতবাড়ি। তাছাড়াও অজয় নদীর নিকটবর্তী হওয়ায় মৌখিরা গ্রামে ছিল বন্যার প্রকোপ। সেজন্যই কালিকাপুরের জঙ্গলের মাঝে এই রাজবাড়ি তৈরি করেন পরমানন্দ রায়। এখান থেকেই তিনি চালিয়ে যেতেন খাকসার আউসগ্রাম এর বিশাল অংশের জমিদারিত্ব।
advertisement
সাতমহলা প্রাসাদে সাতটি বাড়ি আলাদা হলেও, পুজো(durga puja Travel) মন্ডপ রয়েছে একটি। এখানে রয়েছে তিনদিক ঘেরা একটি আটচালা মন্ডপ। প্রায় ৪০০ বছর ধরে এখানে পুজো হয়ে আসছে। তবে পরমানন্দ রায়ের বর্তমান বংশধরেরা কর্মসূত্রে বাইরে থাকেন। কিন্তু বোধনের আগেই ফিরে আসেন বাড়িতে। পুজোর আয়োজন করা হয় পরম যত্নে। বাড়ির সকলে মিলে মেতে ওঠেন দুর্গা পুজোর আনন্দে।
advertisement
কালিকাপুর রাজবাড়ীতে একাধিক সিনেমার(durga puja Travel) শুটিং হয়েছে। প্রায় নিত্যদিনের চলতে থাকে শুটিং। ঋতুপর্ণ ঘোষ থেকে আবির চট্টোপাধ্যায়, অনেকেই এই রাজবাড়ীতে এসে নিজেদের ছবির শুটিং করেছেন। গয়নার বাক্স সিনেমাও এই রাজবাড়ীতে শুট করা হয়েছে। অভিনেতা আবির চট্টোপাধ্যায় অভিনীত, গুপ্তধন রহস্যের শুটিং হয়েছিল এখানে। রাজবাড়ির পুজোও দেখানো হয়েছে সিনেমায়।
পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান থেকে কম সময়ের মধ্যেই কালিকাপুর রাজবাড়ীতে পৌঁছে যাওয়া যায়। বর্ধমান(durga puja Travel) মেন টাউন থেকে ৬৫ কিলোমিটার দূরত্বে রয়েছে কালিকাপুর রাজবাড়ী। দুর্গাপুর থেকে কালিকাপুর রাজবাড়ীর দূরত্ব ৩২ কিলোমিটার। আসানসোল থেকে ৭৭ কিলোমিটারের মধ্যেই রয়েছে কালিকাপুর রাজবাড়ি।
advertisement
দুর্গাপুরের মুচিপাড়া থেকে মলানদিঘি রোড ধরে আরও কিছুটা এগিয়ে গেলেই, আপনি কালিকাপুর রাজবাড়ি (durga puja Travel) পৌঁছে যাবেন। বর্ধমান থেকে কালিকাপুর রাজবাড়িযেতে হলে, আপনাকে পানাগর থেকে রাজবাড়ি যাওয়ার রাস্তা ধরতে হবে। কলকাতা থেকেও কালিকাপুর রাজবাড়ি এসে ঘুরে যেতে পারেন। দূরত্ব ১৭৫ কিলোমিটার।
তবে পুজোর সময় কালিকাপুর রাজবাড়িতে(durga puja Travel) সেই অর্থে অতিথিদের রাত্রিবাসের অনুমতি দেওয়া হয় না। কারণ এই সময়ে রাজবাড়ির ঘরগুলি পরিবারের সদস্যরা ব্যবহার করেন। কিন্তু রাত্রিবাস ছাড়া, রাজবাড়ী চত্বর ঘুরে দেখার পূর্ণ আনন্দ উপভোগ করতে পারবেন। অন্য সময় গেলে কালিকাপুর রাজবাড়িতে রাত্রিবাসের অনুমতি পাওয়া যায়। তাই পুজোর সময় পুজোর ছুটির একটা দিন অন্যরকমভাবে কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন এখান থেকে।
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
First Published :
October 07, 2021 11:12 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
durga puja Travel : পুজোয় ঘুরে আসুন কালিকাপুর রাজবাড়ি ! করুন গুপ্তধনের সন্ধান