West Bardhaman News- বাম শিবিরে ৪৪ বছরের রেকর্ড ভেঙে দুই ভোটে জয় তৃণমূল প্রার্থীর

Last Updated:

আসানসোল পুরসভার ৯০ নম্বর ওয়ার্ড ছিল বামেদের দখলে, ৪৪ বছর ধরে এই ওয়ার্ড লাল দুর্গ হিসেবে পরিচিত ছিল

+
নম্বর

নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থী।

#পশ্চিম বর্ধমান- বিগত চার দশকেরও বেশি সময় ধরে রাখা ওয়ার্ড হাতছাড়া হল বামেদের। অতীতের সব রেকর্ড ভেঙে বিগত ৪৪ বছর পর বামেদের দখলে থাকা ওয়ার্ডের দখল নিল তৃণমূল। আসানসোল পুরসভার ৯০ নম্বর ওয়ার্ড ছিল বামেদের দখলে। ৪৪ বছর ধরে এই ওয়ার্ড লাল দুর্গ হিসেবে পরিচিত ছিল। কিন্তু এই নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই ভেঙেছে সেই রেকর্ড। প্রায় সাড়ে চার দশক পরে ৯০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শক্তি বিকাশ জয় পেয়েছেন এই ওয়ার্ডে। ভোটে জয়ের ব্যবধান মাত্র দুই। কিন্তু জয়কে সাফল্য হিসেবে দেখতে চান জয়ী তৃণমূল প্রার্থী। জয়ের স্বাদ নিতে তিনি প্রস্তুত। আগামীদিনে প্রতিশ্রুতি পূরণের লক্ষ নিয়েছেন তিনি।
এই ব্যাপারে জয়ী তৃণমূল প্রার্থী জানিয়েছেন, মানুষ বামেদের অপশাসনকে প্রত্যাখ্যান করেছে। তৃণমূল যে প্রতিশ্রুতি ওয়ার্ডের উন্নতিকরণের লক্ষ্যে দিয়েছে, তা মানুষজন বিশ্বাস করেছেন। এই জয় মানুষের জয়। তিনি মানুষের ভরসার মর্যাদা রাখবেন। ওয়ার্ডে যে সমস্ত সমস্যাগুলি রয়েছে, তা দূরীকরণে ব্রতী হবেন। উল্লেখ্য, আসানসোল পুরনিগম নির্বাচনে বামেদের ফলাফল খুবই হতাশাব্যঞ্জক। ১০৬ ওয়ার্ডের এই পুরনিগমে মাত্র দুটি আসন পেয়েছে বামেরা।আসানসোল পুরনিগমের নির্বাচনের ফল ঘোষণা হয়েছে ইতিমধ্যেই। চারিদিকে জয়জয়কার ঘাসফুল শিবিরের। অতীতের রেকর্ড ছাড়িয়ে পৌরসভা নির্বাচনে ৯১ ওয়ার্ড দখল করেছে তৃণমূল। জয়ের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে নির্বাচনে বিজেপির ফলাফল খুব একটা আশাব্যঞ্জক হয়নি। গত লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রটি ছিল বিজেপির দখলে। ২০২১ এর বিধানসভা নির্বাচনেও, দুটি আসনের মধ্যে একটি পেয়েছিল পদ্ম শিবির। তবে পুরসভা নির্বাচনে বিজেপির দখলে গিয়েছে মাত্র সাতটি আসন।
view comments
বাংলা খবর/ খবর/Local News/
West Bardhaman News- বাম শিবিরে ৪৪ বছরের রেকর্ড ভেঙে দুই ভোটে জয় তৃণমূল প্রার্থীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement