নেই বিদ্যুৎ, জল! কারখানা বন্ধ! অসহায় দিন কাটছে বার্নপুর ওয়াগন কলোনির বাসিন্দাদের

Last Updated:

নেই পর্যাপ্ত জল, নেই বিদ্যুৎ। সমস্যার সম্মুখীন এলাকার মানুষজন।

#পশ্চিম বর্ধমান:  বার্নপুরের ওয়াগন কলোনি। বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানির অধীনেই ছিল এই কলোনি। তবে কারখানা বন্ধ হওয়ার পরে, দুর্দশা ওয়াগেন কলোনির বাসিন্দাদের। নেই পর্যাপ্ত জল, নেই বিদ্যুৎ। সমস্যার সম্মুখীন এলাকার মানুষজন। বিগত কয়েকদিন ধরে ছিল না জল এবং বিদ্যুৎ। যদিও বিক্ষোভের পরে, পুরনো নিয়ম মেনে অল্প সময়ের জন্য জল এবং বিদ্যুৎ পাচ্ছেন কলোনির বাসিন্দারা। তবে তা, পর্যাপ্ত নয় বলেই দাবি করেছেন সেখানকার মানুষ।ভোটের সময় রাজনৈতিক দলগুলি প্রতিশ্রুতি দিয়েছিল সমস্যা নিবারণের। তবে সমস্যা নিবারণ হয়নি, উল্টে বেড়েছে। বিগত কয়েক বছর ধরে, তাও নির্দিষ্ট সময়ের জন্য জল এবং বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। কিন্তু বিগত এক কয়েকদিনে ছিল না  বিদ্যুৎ। ছিল না পর্যাপ্ত জল। সব মিলিয়ে চরম দূর্দশার সম্মুখীন হয়েছেন ওয়াগন কলোনির বাসিন্দারা। এলাকাবাসীরা সমবেত হয়ে বিক্ষোভ দেখিয়েছেন। কিন্তু স্থায়ী সমাধান মেলেনি।
স্থানীয়দের অভিযোগ, কোম্পানি বন্ধ হয়েছে অনেকদিন। কিন্তু কোম্পানির অধীনে থাকা কলোনির বাসিন্দাদের কথা চিন্তা করেনি প্রশাসন। কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা এই কলোনির মানুষের দুর্ভোগের জন্য তারা দুষছেন কেন্দ্রীয় সরকারকে। তারা বলছেন, এলাকাবাসীর ন্যূনতম প্রয়োজনের জল ও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত। এখন মানুষ কোথায় যাবেন, কিভাবে জীবন যাপন করবেন, তা খুঁজে পাচ্ছেন না। করোনা অতিমারীর সময়ে, জল বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার ঘটনাকে, চূড়ান্ত অমানবিক বলে দাবি করছেন তারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সদ্য সম্পন্ন হওয়া বিধানসভা নির্বাচনে, আসানসোল পশ্চিমের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল আশ্বাস দিয়েছিলেন, তিনি সমস্যার সুরাহা করে দেবেন। এলাকার মানুষের ভোটে তিনি নির্বাচন জিতেছেন। বিধায়ক হয়েছেন। তবে ভুলে গিয়েছেন এলাকাবাসীর কথা। ওয়াগন কলোনির জল ও বিদ্যুৎ সমস্যা মেটাতে এখনও সেইভাবে উদ্যোগী  হননি তিনি। ফলে সব মিলিয়ে দুর্দশায় দিন কাটছে ওয়াগন কলোনির বাসিন্দাদের। তারা চাইছেন স্থানীয় বিধায়কের হস্তক্ষেপ। অল্প সময়ের জন্য বিদ্যুৎ এবং জল নয়, তারা চাইছেন স্থায়ী সমাধান।
advertisement
Nayan Ghosh
advertisement
view comments
বাংলা খবর/ খবর/Local News/
নেই বিদ্যুৎ, জল! কারখানা বন্ধ! অসহায় দিন কাটছে বার্নপুর ওয়াগন কলোনির বাসিন্দাদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement