হোম /খবর /পশ্চিম বর্ধমান /
রবীন্দ্র ভবনে শপথ গ্রহণে হাজির নির্বাচিতরা

Paschim Bardhaman: শপথ নিতে রবীন্দ্রভবনে হাজির হচ্ছেন নবনির্বাচিত সদস্যরা

X
শপথ [object Object]

১০৬ টি ওয়ার্ডের কাউন্সিলররা শপথ গ্রহণের জন্য আসানসোলের রবীন্দ্রভবনে আসতে শুরু করেছেন। রবীন্দ্রভবনে হাজির হয়েছেন রাজ্যের মন্ত্রী তথা আসানসোলের বিধায়ক মলয় ঘটক। জেলা নেতৃত্বের বিশিষ্টরাও শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে রবীন্দ্রভবনে হাজির হচ্ছেন।

আরও পড়ুন...
  • Share this:

    আসানসোল: আজ শুক্রবার আসানসোল পুরনিগমের শপথ গ্রহণ অনুষ্ঠান। আজ শপথ নেবেন পুরসভার নবনির্বাচিত সদস্যরা। মেয়র পদে শপথ গ্রহণ করবেন বিধান উপাধ্যায়। পুরসভার চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করবেন অমরনাথ চট্টোপাধ্যায়। তাছাড়াও শপথ নেবেন দুই ডেপুটি মেয়র এবং বাকি নবনির্বাচিত কাউন্সিলররা। ইতিমধ্যেই শপথ গ্রহণের জন্য আসানসোলের রবীন্দ্রভবনে হাজির হতে শুরু করেছেন নব নির্বাচিত জনপ্রতিনিধিরা। ১০৬ টি ওয়ার্ডের কাউন্সিলররা শপথ গ্রহণের জন্য আসানসোলের রবীন্দ্রভবনে আসতে শুরু করেছেন।রবীন্দ্রভবনে হাজির হয়েছেন রাজ্যের মন্ত্রী তথা আসানসোলের বিধায়ক মলয় ঘটক। জেলা নেতৃত্বের বিশিষ্টরাও শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে রবীন্দ্রভবনে হাজির হচ্ছেন। রয়েছেন পুরসভার শীর্ষ কর্তারা। স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে এই অনুষ্ঠান সম্পন্ন করতে একাধিক পদক্ষেপ করেছে জেলা প্রশাসন। ইতিমধ্যেই রবীন্দ্র ভবন চত্বর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে সাজসাজ রব রবীন্দ্র ভবন চত্বরে। কড়া পুলিশি নিরাপত্তার পাশাপাশি রয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যবস্থা। মূল প্রবেশ পথের সামনে রয়েছে স্যানিটাইজারের বন্দোবস্ত। সবাইকে মাস্ক পড়ে থাকতে অনুরোধ করা হচ্ছে। নবনির্বাচিত সদস্যদের সঙ্গে দুজন করে আমন্ত্রিতদের ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুর কমিশন নীতিন সিংহানিয়ার নেতৃত্বে শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে রবীন্দ্র ভবন চত্বরে ভিড় জমিয়েছেন শহরের মানুষ। শহরের অন্যতম ব্যাস্ত জায়গা বিএনআর মোড় বহু উৎসাহী মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে। ফলে শহরের যান চলাচল এবং ট্রাফিক ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা থেকে আগেভাগেই ট্রাফিক ব্যবস্থাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর তরফ থেকে। সব মিলিয়ে নতুন মেয়র এবং মেয়র পারিষদের স্বাগত প্রস্তুতি নিয়ে নিয়েছে শহর আসানসোল। অপেক্ষা আর মাত্র কিছুক্ষণের।

    First published:

    Tags: Asansol, Asansol municipality, Oath Taking Ceremony, Paschim bardhaman, West Bardhaman