গ্রামের নাম বেনেদীঘি! গত কুড়ি বছর ধরে ডেবরা-সবং-পিংলা আর খড়্গপুরকে "অক্সিজেন" জুগিয়ে চলেছে

Last Updated:

The name of the village is Benedighi! Debra-Sabang-Pingla and Khargpur have been providing "oxygen" for the last twenty years. Destroying the forest, the entire human civilization is facing destruction today! Mankind today is forced to sing - "Give back that forest ...!"

গ্রামের নাম বেনেদীঘি! গত কুড়ি বছর ধরে ডেবরা-সবং-পিংলা আর খড়্গপুরকে "অক্সিজেন" জুগিয়ে চলেছে।
অরণ্য ধ্বংস করতে করতে সমগ্র মানবসভ্যতাই আজ ধ্বংসের মুখে! মানবজাতি আজ বাধ্য হয়েই গাইতে শুরু করেছে- "দাও ফিরে সে অরণ্য...!" ঘটা করে পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ। বলা হচ্ছে- প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারে প্রকৃতিই। দেরিতে হলেও ঘুম ভাঙতে শুরু করেছে মানুষের।‌ তবে, এর মধ্যেও অবশ্য অর্বাচীনের দল লুকিয়ে লুকিয়ে সবুজ ধ্বংস করে। কেউবা বুক ফুলিয়ে গাছ কাটে, অট্টালিকা বা আবাসন গড়ে তোলার জন্য! সবকিছুর মাঝেই স্বাতন্ত্র্যের পরিচয় দিয়ে যে গ্রামের সকলেই সবুজের চাষ করে, সেই গ্রামের নামখানিও প্রকৃতি-বিজড়িত! পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের 'বেনেদীঘি'। গ্রামের প্রায় প্রতিটি পরিবারেই জীবন ও জীবিকা নির্বাহ হয় এই সবুজ চারা গাছ রোপন করেই। হ্যাঁ, আরও স্পষ্ট করে বললে, আম, জাম, কাঁঠাল, পেঁপে, পেয়ারা, লেবু, লিচু থেকে শুরু করে শাল, সেগুন, মেহগনি আকাশমণি প্রভৃতি চারা গাছ তৈরি করে এবং তা বিক্রি করে এই গ্রামের বাসিন্দারা জীবিকা নির্বাহ করেন।
advertisement
বছরের পর বছর ধরে এভাবেই এই গ্রামের বাসিন্দারা এই পেশাকেই লালন‌ পালন করে চলেছেন! শুধু পেশা নয়, সবুজ রোপন এখন তাঁদের নেশাও হয়ে দাঁড়িয়েছে। অরন্য সপ্তাহে এ গ্রাম শুধু জেলা নয়, রাজ্যের মধ্যেও আদর্শ! গ্রামের বাসিন্দা মন্টু বেরা, নেপাল খাঁড়া প্রমুখরা জানান, "আমরা প্রায় কুড়ি বছরের বেশী সময় ধরে এই কাজ করে আসছি। এই কাজের মধ্য দিয়েই আমাদের সংসার চলে৷ এই কাজে হাত লাগায় আমাদের বাড়ির মহিলা থেকে কচিকাঁচারাও। শুধু জীবিকার জন্য নও, ওরাও ভালোবেসে ফেলেছে এই কাজ!" শুধু সবং নয়, পার্শ্ববর্তী পিংলা-ডেবরা-খড়্গপুর থেকে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া-পটাশপুর পর্যন্ত চারাগাছ যায় বেনেদীঘি গ্রাম থেকে। অতিমারী আবহে বলা চলে, অক্সিজেনের যোগান দেয় এই গ্রাম! সরকারি সাহায্য ছাড়াই গ্রামের প্রায় অধিকাংশ বাসিন্দা বছরভর এই কাজই করে। 'অরণ্য সপ্তাহ' চলাকালীন এই বিষয়ে সবং পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ তপন হাজরা বলেন, \"আমরা এই গ্রামের বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবো। সরকারিভাবে যাতে ওই পরিবারগুলির পাশে থাকা যায় সেই উদ্যোগ নেব।"
advertisement
বাংলা খবর/ খবর/Local News/
গ্রামের নাম বেনেদীঘি! গত কুড়ি বছর ধরে ডেবরা-সবং-পিংলা আর খড়্গপুরকে "অক্সিজেন" জুগিয়ে চলেছে
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement