সুন্দরবনের জলপথেও এবার মিলবে দুয়ারে ভ্যাকসিন

Last Updated:

সুন্দরবনের জলপথেও এবার মিলবে দুয়ারে ভ্যাকসিন

রুদ্র নারায়ন রায়, দক্ষিণ ২৪ পরগনা: এবার জলপথেও মিলবে করোনার ভ্যাকসিন। জনগণের সুরক্ষার্থে সুন্দরবনের গোসাবা ব্লকের কুমিরমারির জেটিঘাট এলাকায় ভ্যাকসিনেশন বোটএর শুভ সূচনা করলেন জেলা শাসক পি. উলগনাথন এবং জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয় দুয়ারে ভ্যাকসিন। আর এই কাজকে এগিয়ে নিয়ে যেতে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন উদ্যোগে চালু হল সুন্দরবনের জল পথে করোনা ভ্যাকসিনের টিকাকরণ কর্মসূচি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং মহকুমা শাসক আজাহার দিয়া, গোসাবা বিডিও সৌরভ মিত্র, এ সি ও এইচ পরিমল ডাকুয়া সহ প্রশাসন ও স্বাস্থ্য দফতরের আধিকারিক, ডাক্তার এবং নার্স। এদিন গোসাবার কুমিরমারি দ্বীপের জল পথে ভ্যাকসিনেশন বোটএ ১০০ জন কে করোনা ভ্যাকসিনের টিকা দেওয়া হয়।
এবার থেকে সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপের মানুষের দুয়ারে করোনা ভ্যাকসিন নিয়ে বিশেষ বোটপৌঁছে যাবে দ্বীপের ঘাটে ঘাটে। সেই বোট থেকেই করোনার ভ্যাকসিন দেওয়া হবে স্থানীয় বাসিন্দাদের। জেলায় দুটি ভ্যাকসিনেশন বোটচালু হল জল পথে। এই বোটজল পথে পৌঁছে যাবে বালি, গোসাবা, সাতজেলিয়া, চন্ডীপুর, কচুখালি, ছোট মোল্লাখালি, রাধানগর -তারানগর, মৌসুনি, ঘোড়ামারা, জি প্লট, কে প্লট সহ বিভিন্ন দ্বীপ গুলিতে। এদিনের অনুষ্ঠানে জেলা শাসক পি উলগানাথ বলেন জনগণের সুরক্ষার্থে জল পথে চালু হল করোনা ভাইরাসের টিকাকরণের ভ্যাকসিনেশন বোট। আজ গোসাবা ব্লকের কুমিরমারি দ্বীপে জল পথে ১০০ জনের টিকাকরণ হয়। এই জেলায় জল পথে দুটি ভ্যাকসিনেশন বোটচালু হল।একটি বোটজল পথে গোসাবার ৯ টি দ্বীপে এবং আরও একটি বোটপাথর প্রতিমা, নামখানা,সাগর দ্বীপ গুলিতে কাজ করবে ভ্যাকসিনেশনের। জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হয়েছে দুয়ারে ভ্যাকসিন। আর এই ভ্যাকসিন মানুষের দুয়ারে পৌঁছে দিতে এবার সুন্দরবনের জল পথে চালু হল ভ্যাকসিনেশন বোট।ফলে ভ্যাকসিনের টিকাকরণে উপকৃত হবে হাজার হাজার মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/Local News/
সুন্দরবনের জলপথেও এবার মিলবে দুয়ারে ভ্যাকসিন
Next Article
advertisement
West Bengal Weather Update: বাতাসে শীতের আমেজ, নামতে পারে তাপমাত্রাও ! রাজ্যে দিনভর আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
বাতাসে শীতের আমেজ, নামতে পারে তাপমাত্রাও ! রাজ্যে দিনভর আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • বাতাসে শীতের আমেজ

  • নামতে পারে তাপমাত্রাও !

  • রাজ্যে দিনভর আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন

VIEW MORE
advertisement
advertisement