Durga Puja 2021|| নিম কাঠের মা দুর্গা, আলাদা বিশেষত্ব বহন করে দুবরাজপুরের মুন্সী বাড়ির পুজোর

Last Updated:

Durga Puja 2021: এক ভিন্ন স্বাদের দুর্গা প্রতিমা রয়েছে বীরভূমের দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রামে।

দুবরাজপুরের মুন্সী বাড়ির পুজো।
দুবরাজপুরের মুন্সী বাড়ির পুজো।
#বীরভূম: দুর্গোৎসব যেমন বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব, ঠিক তেমনই এই দুর্গাপূজার ক্ষেত্রে স্থান বিশেষে রয়েছে আলাদা আলাদা রীতিনীতি। আলাদা আলাদা রীতিনীতির পাশাপাশি রয়েছে প্রতিমার ক্ষেত্রেও নানান ভিন্নতা। ঠিক তেমনই এক ভিন্ন স্বাদের দুর্গা প্রতিমা রয়েছে বীরভূমের দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রামে। এই গ্রামের সেন বাড়ি বা মুন্সি বাড়ির দুর্গা প্রতিমা নিম কাঠের তৈরি। দুর্গা প্রতিমা নিম কাঠের তৈরি হওয়ার পাশাপাশি পুজোর ক্ষেত্রেও রয়েছে বিশেষত্ব।
মুন্সি বাড়ির এই দুর্গাপুজো দুই শতাধিক বছরের বেশি পুরাতন। বংশের পূর্বপুরুষ ঈশান মুন্সী ওরফে কুচীল চন্দ্র সেন রাজনগরের রাজার মুন্সেফ থাকাকালীন এই পূজোর প্রতিষ্ঠা করেন। (রাজনগরের রাজার মুন্সেফ থাকার জন্য তাকে ঈশান মুন্সী নামে ডাকা হত)। তারপর থেকেই একই রীতি বজায় রেখে এই পুজো করে আসছেন উত্তরসূরীরা।
পরিবারের সদস্য শ্যামা প্রসাদ সেন জানিয়েছেন, "স্বপ্নাদেশে ঈশান মুন্সি ওরফে কুচিল চন্দ্র সেন এই পূজো আরম্ভ করেছিলেন। যদিও আর্থিক অস্বচ্ছলতার কারণে তিনি প্রথমে রাজি হননি। কিন্তু মায়ের ইচ্ছে ছিল সাধ্যমত তাকেই পুজো করতে হবে। তারপরই ভেদে গুসকরার কোনও এক গ্ৰাম প্রতিষ্ঠিত হয় সেন বাড়ির দুর্গা। পরে ওই গ্রাম থেকে হেতমপুরের সেন বাড়ির পৈতৃক ভিটেই পূজিত হয় মুন্সী বা সেন বাড়ির দুর্গা। প্রথম দিকে পটে আঁকা দুর্গার পূজা হলেও এখন নিম কাঠের তৈরি দুর্গার পূজা হয়।"
advertisement
advertisement
পুজোর ক্ষেত্রে মহাষ্টমীর দিন মুন্সিবাড়ি দুর্গা মাকে ভোগ হিসেবে দেওয়া হয় হলুদ মুড়ি, ৮ রকমের কলাই ভাজা এবং আদাকুচি। পরিবারের সদস্যদের দাবি, "মা দুর্গা মহাষ্টমীর দিন হলুদ মুড়ি, ৮ রকমের কলাই ভাজা এবং আদাকুচি চেয়ে নিয়েছিলেন। আর তারপর থেকেই মহাঅষ্টমীতে এগুলি দিয়েই ভোগ হয়। এগুলি সেদিনই ভাজা অর্থাৎ তৈরি করা হয়।"
advertisement
দুর্গা পুজোর সময় প্রতি বছর পুজোর চারদিন মুন্সী বাড়ির সদস্যরা ছাড়াও এই পুজোকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদেরও গা ভাসাতে দেখা যায়। তবে গত বছর থেকে করোনা সংক্রমণের জন্য ফিকে হয়ে গিয়েছে এই সকল আনন্দ উৎসব। চলতি বছরেও করোনা নিয়ে বিশেষ সতর্কতা থাকায় কিভাবে স্বাস্থ্যবিধি মেনে এই পুজো হবে তা নিয়ে চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা।
advertisement
মাধব দাস
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Durga Puja 2021|| নিম কাঠের মা দুর্গা, আলাদা বিশেষত্ব বহন করে দুবরাজপুরের মুন্সী বাড়ির পুজোর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement