#দক্ষিণ ২৪ পরগনা: অনলাইন গেমে আসক্তি বেড়েছে শিশু থেকে কিশোরদের। এবার সেই গেম খেলা কে কেন্দ্র করেই চরম হিংসাত্মক ঘটনা ঘটল। অনলাইন গেম খেলাকে কেন্দ্র করে এক কিশোরকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী বন্ধুদের বিরুদ্ধে। রাতভর নিখোঁজ থাকার পর রেললাইন লাগোয়া জঙ্গলের ধার থেকে কিশোরের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার মৌজপুর এলাকায়। ঘটনার তদন্তে নেমে দুই নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। মৃত দশ বছরের সুরাজ লস্কর স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোবাইলে অনলাইন গেম খেলাকে কেন্দ্র করে পাড়ার কিছু ছেলেদের সঙ্গে প্রায়শই সুরাজের ঝগড়া লেগেই থাকত। তার জেরে হাতাহাতিও হয়েছে কয়েকবার। অন্যান্য দিনের মত এদিন বিকেলেও গেম খেলার নাম করে বাড়ি থেকে বাইরে খেলতে বেরিয়েছিল সুরাজ। কিন্তু বাড়ি ফেরার সময় অতিক্রান্ত হয়ে যায়। সেদিন রাত গড়িয়ে গেলেও কোন খবর মেলেনি তার। বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন এলাকায় খুঁজতে বেরোয় ওই কিশোরকে। সম্ভাব্য সমস্ত জায়গা খোঁজ নেওয়ার পর অবশেষে পরিবারের তরফে মন্দিরবাজার থানায় নিখোঁজের ডায়েরি করাহয়। এরপর, বিকেল নাগাদ আচমকা মৌজপুরের রেললাইনের ধারে সুরাজের ক্ষতবিক্ষত দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে। খবর দেওয়া হয় ওই কিশোরের পরিবারকে। এরপরই, মৃত কিশোরের পরিবারের লোকজন অভিযোগ জানান, সুরাজ কে খুন করে দেহ ফেলে রেখে পালিয়েছে অভিযুক্তরা। সেই অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করে মন্দিরবাজার থানার পুলিশ। মৃত সুরাজের বন্ধুদেরকে জিজ্ঞাসাবাদ করার পর দুই নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত দেহটি ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়। কিশোরকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবারের সদস্যরা। এলাকায় নেমেছে শোকের ছায়া।
রুদ্র নারায়ণ রায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murder, Online game, South 24 Parganas