STF-এর হানা সিউড়িতে, উদ্ধার বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র-সহ বিপুল পরিমাণ বিস্ফোরক
- Published by:Ananya Chakraborty
Last Updated:
এই ঘটনায় দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়
#সিউড়ি: রাজ্যের বিশেষ তদন্তকারী দল STF গোপন সূত্রে খবর পেয়ে রবিবার হানা দেয় বীরভূমের সিউড়িতে। আর এই ঘটনায় বীরভূমের সিউড়ি সংলগ্ন ১৪ নম্বর জাতীয় সড়কে একটি পণ্য বোঝাই লরি আটক করা হয়। যে লরিতে তল্লাশি চালিয়ে লরি থেকে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে STF। পাশাপাশি এই ঘটনায় দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়। এক জায়গা থেকে অন্য জায়গায় এই সকল আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক পাচার করা হচ্ছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগাম খবর মত STF-এর একটি দল এই অপারেশন চালায়। রবিবার দুপুর বেলা তারা হানা দেয় সিউড়ি থেকে দুবরাজপুর যাওয়ার পথে ১৪ নম্বর জাতীয় সড়কের সংযোগ স্থলে। সেখানে বিহার থেকে আসা একটি পণ্য বোঝায় লরি আটক করা হয়। যে লরিতেই এই সকল আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক বোঝায় করা ছিল।
advertisement
লরিটি আটক করার পর তল্লাশি চালিয়ে লরি থেকে উদ্ধার করা হয় পাঁচটি ৭এমএম পিস্তল, ১০টি ম্যাগাজিন এবং ৩০ রাউন্ড ৭.৬৫ এমএম গুলি। এর পাশাপাশি উদ্ধার হয় কুড়ি কেজি লাল ও সাদা বিস্ফোরক পাউডার। এই ঘটনার সাথে যুক্ত থাকা দু জন অস্ত্র চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ওই লরিটি আটক করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা শুরু করেছে সিউড়ি থানার পুলিশ এবং তদন্ত শুরু করা হয়েছে।
advertisement
advertisement
এই অপারেশনের বিষয়ে বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী জানিয়েছেন, "STF-এর তরফ থেকে এই অপারেশন চালানোর জন্য বীরভূম জেলা পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছিল। সেইমতো বীরভূম জেলা পুলিশের সিউড়ি থানার পুলিশ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং অপারেশন সফল হয়।"
মাধব দাস
Location :
First Published :
June 07, 2021 8:03 AM IST
বাংলা খবর/ খবর/Local News/
STF-এর হানা সিউড়িতে, উদ্ধার বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র-সহ বিপুল পরিমাণ বিস্ফোরক