'হ্যাম রেডিও' খুঁজে দিল ১২ বছর ধরে নিখোঁজ থাকা মা-কে

Last Updated:

মা ছেলের বিচ্ছেদের অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল 'হ্যাম রেডিও' (Ham Radio)

রুদ্র নারায়ন রায়, দক্ষিণ ২৪ পরগনা: ১২ বছর ধরে নিখোঁজ থাকার পর মা-কে খুঁজে পেল ছেলে। মা ছেলের বিচ্ছেদের অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল 'হ্যাম রেডিও' (Ham Radio)। নদীয়ার চাকদহের বাসিন্দা বছর ৩৬ এর জ্যোতি সরকার। বাপের বাড়ির নাম করে বেরিয়ে নিরুদ্দেশ হয়ে যান। ছেলে মিঠুন সরকার কলকাতায় কর্মরত থাকায়, সপ্তাহান্তে বাড়ী ফিরতেন। মা-র নিরুদ্দেশ হওয়ার ঘটনায় নানা জায়গায় খোঁজখবর করলেও কোন খবর না মেলায় মাকে ফিরে পাওয়ার আশা একপ্রকার ছেড়েই দিয়েছিলেন ছেলে মিঠুন।
অপরদিকে, ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ওয়ার্ডে ওয়ার্ডে ঘোরার সময় আচমকাই এক মহিলাকে বারান্দায় বসে থাকতে দেখেন সহকারি সুপার সুপ্রিম সাহা। তখনই ওই মহিলার পরিচয় জানার চেষ্টা করলে, সেভাবে কিছুই বলতে পারেননি তিনি। পরে, চিকিৎসকরা বুঝতে পারেন ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। এরপরই, কলেজের প্রিন্সিপাল উৎপল দাঁয়ের নির্দেশে হ্যাম রেডিও-র একটি সংস্থাকে খবর দেওয়া হয়। তাদের উদ্যোগেই শুরু হয় ওই মহিলার ঠিকানা খুঁজে বের করার কাজ। অবশেষে তারা নানা চেষ্টা করে জানতে পারে জ্যোতি দেবী দীর্ঘদিন ধরে বাড়ি থেকে নিখোঁজ রয়েছেন। ওই মহিলার ছবি দেখিয়ে তখন পরিচয় নিশ্চিত করেন তারা।
advertisement
কীভাবে ডায়মন্ডহারবারে এলেন ওই মহিলা তা বুঝে উঠতে পারছেন না তাঁর পরিবার। নানা খোঁজখবর করে হ্যাম রেডিও সংস্থার সদস্যরা জানতে পারে, কাকদ্বীপ অঞ্চলে দীর্ঘ ১৫ বছর ভিক্ষা করেছেন জ্যোতি দেবী। এক দুর্ঘটনায় তাঁর পায়ের গোড়ালির হার ভেঙে যায়। স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যে ওই মহিলাকে ডায়মন্ডহারবার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার শেষে তিনি সুস্থ হয়ে গেলেও তাঁকে বাড়ি ফেরানো যায়নি। কারণ তিনি কিছুই বলতে পারছিলেন না। এতদিন পর হ্যাম রেডিওর উদ্যোগে বাড়ি ফিরলেন ওই মানসিক ভারসাম্যহীন মহিলা। মাকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত ছেলে। এতদিন পর ছেলেকে কাছে পেয়ে কান্না চেপে রাখতে পারলেন না মা-ও।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/Local News/
'হ্যাম রেডিও' খুঁজে দিল ১২ বছর ধরে নিখোঁজ থাকা মা-কে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement