করোনা যোদ্ধা ও সাংবাদিকদের স্মৃতিতে বৃক্ষরোপণ ভাঙড়ে

Last Updated:

করোনা যোদ্ধা ও সাংবাদিকদের স্মৃতিতে বৃক্ষরোপণ ভাঙড়ে

রুদ্র নারায়ন রায়, দক্ষিণ ২৪ পরগনা: একদিকে প্রাকৃতিক বিপর্যয়, অন্যদিকে করোনার ভয়ানক থাবা। এই দুইয়ের ছোবলে একদিকে উজাড় হয়ে গিয়েছে প্রচুর গাছা পালা এবং অন্যদিকে অসংখ্য করোনা যোদ্ধা। প্রাকৃতিক ভারসাম্য হারিয়েছে পরিবেশ। অপরদিকে মানুষ হারিয়েছে তাঁদের প্রিয়জনদের। সেই তালিকায় রয়েছেন সাধারণ মানুষ থেকে বিশিষ্ট ব্যক্তিরাও। তাই গাছের মধ্য দিয়ে করোনা যোদ্ধাদের স্মরণ করার জন্য এ বার গাছ লাগাল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ভাঙড়ের নলবনে ওই গাছ লাগানো হয়। সংস্থার বক্তব্য, আম্ফান, বুলবুল, ইয়াশের দাপটে নষ্ট হয়েছে প্রচুর গাছ। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য গাছের খুবই প্রয়োজন। আবার করোনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যাঁদের প্রাণ গিয়েছে তাঁদেরকে স্মরণ রাখারও প্রয়োজন। তাই দুশোর বেশি গাছ লাগানো হল ভাঙড় এক নম্বর ব্লকের নলবনে।
ওই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার প্রবীর কর্মকারের উদ্যোগে এ দিন বৃক্ষরোপন করা হয়। প্রত্যেকটি বৃক্ষের নাম একএকজন করোনা যোদ্ধার নামে রাখা হয়েছে। সেই তালিকায় আছেন প্রয়াত সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় সিংহ। আছেন বিখ্যাত ডাক্তার উৎপল সেনগুপ্ত, অবনী কুমার নাগ, অমল রায় সহ একাধিক  স্বাস্থ্য কর্মী, পুলিশ ও সাংবাদিকেরা।
সংগঠকদের আশা, প্রকৃতির কোলে একটু একটু করে বেড়ে উঠবে আম, জাম, পলাশ, মেহগনির মত গাছগুলি। আর ওঁদের বেঁচে থাকার মধ্যে বেঁচে থাকবেন করোনা যোদ্ধারা। মহামারী কোভিডের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যাঁরা প্রাণ ত্যাগ করেছেন, তাঁরা। এমন উদ্যোগ অভিনব বলে মত ভাঙড় এক নম্বর ব্লকের বিডিও দীপ্যমান মজুমদারেরও। এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/Local News/
করোনা যোদ্ধা ও সাংবাদিকদের স্মৃতিতে বৃক্ষরোপণ ভাঙড়ে
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement