#দক্ষিণ 24 পরগনা : এলাকার বিধায়ক তিনি। ২০২১ বিধানসভা নির্বাচনে বিধায়ক হিসাবে বিপুল ভোটে জয়লাভ করে ভাঙড়ের বিধায়ক নির্বাচিত হন। অভিযোগ, সেই নির্বাচিত জন প্রতিনিধিকেই নিজের এলাকায় ঢুকতে দিচ্ছেন না তৃণমূল কর্মী সমর্থকরা। এমনকি, থাকার জন্য ঘর ভাড়াও পাচ্ছেন না বিধায়ক।এমনই করুন অবস্থা ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকীর। দক্ষিণ ২৪ পরগণা জেলা তো বটেই গোটা পশ্চিমবঙ্গে আইএসএফের একমাত্র তিনিই নির্বাচিত মুখ। এলাকাবাসীর পরিষেবা দেওয়ার জন্য নওসাদ ভাঙড়ে থাকতে চাইলেও তাঁকে ঘর ভাড়া দিতে নারাজ ভাঙড়বাসী। আইএসএফের দাবি, তৃণমূলের সন্ত্রাস, হুমকির ভয়ে কোন সাধারণ মানুষ তাঁকে ঘর ভাড়া দিতে চাইছেন না। অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, খামোকা ভয় দেখাতে যাব কেন? আইএসএফ এলাকায় থাকা মানেই অশান্তি, মারামারি। তাই সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছেন ওঁদের থেকে।
আইএসএফ সূত্রে খবর, ভাঙড় ৯১ নং রোডের কাঁঠালিয়া বাস স্ট্যান্ড থেকে কাশীপুর থানা এই সাত কিলো মিটারের মধ্যে কোন একটি বাড়ি ভাড়া চাইছেন নওশাদ। সেখানে দুটো শোয়ার ঘর ছাড়াও অতিথি বা কর্মীদের জন্য একটি বসার ঘর বা বৈঠক খানা পছন্দ তাঁর। কয়েকটি ঘর পছন্দ হলেও মানুষরা ভয়ে তাঁকে বাড়ি ভাড়া দিতে চাইছেন না বলে দাবি আইএসএফের।কাশীপুরের এক ব্যবসায়ী বলেন, ‘আমার অনেক ঘর আছে। কিন্তু বিধায়ককে ভাড়া দিলেই আমার ওপর তৃণমূলের কোপ পড়বে। তাই ভয়ে না বলে দিয়েছি।‘
ভাঙড়ের সিপিএম নেতা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তুষার ঘোষ বলেন, ‘ভাঙড়ের ৬৭ শতাংশ মানুষ ভোট দিয়ে নওশাদ কে বিধায়ক নির্বাচিত করেছেন। ওঁর মত স্বচ্ছ ভাবমূর্তির ছেলে ভাঙড়ে এলে তৃণমূলের দুর্নীতি গুলো সামনে আসবে, আইএসএফের সংগঠন মজবুত হবে, তাই উনি যাতে বাড়ি ভাড়া না পান সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল।‘ অভিযোগ, অস্বীকার করে তৃণমূল নেতা আরাবুল ইসলাম বলেন, ‘এরকম কোন ঘটনার কথা আমার জানা নেই।তৃণমূল অত ছোট ব্যপারে মাথা ঘামায় না। তবে এটা ঠিক নওসাদ ভাঙড়ে থাকলে শান্তির পরিবেশ বিঘ্নিত হবে, রোজ রোজ গণ্ডগোল বাড়বে।‘
রুদ্র নারায়ন রায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bhangor, South 24 Parganas, Sundarban