Baruipur Bomb Blast : বোমা ফেটে বারুইপুরে বিজেপি কর্মীর বাড়িতে অনুষ্ঠানের মধ্যে আহত ৩, গ্রেফতার ২
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
বিজেপিকর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণে ৩ জনের আহত হওয়ার ঘটনায় চাঞ্চল্য বারুইপুর বৃন্দাখালি গ্রাম পঞ্চায়েতের খুঁটিবেড়িয়া গ্রামে ৷
বারুইপুর : বিজেপিকর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণে ৩ জনের আহত হওয়ার ঘটনায় চাঞ্চল্য বারুইপুর বৃন্দাখালি গ্রাম পঞ্চায়েতের খুঁটিবেড়িয়া গ্রামে ৷ এই ঘটনায় চাঞ্চল্য পড়ে গিয়েছে স্থানীয় এলাকায় ৷
রবিবার স্থানীয় বিজেপি কর্মী প্রফুল্ল মন্ডলে বাড়িতে তাঁর নাতির জন্য ষষ্ঠীপুজোপার্বণের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে লোক সমাগম হয়েছিল। অভিযোগ, বিকেল পাঁচটার সময় প্রফুল্ল মণ্ডলের স্ত্রী ঘরের ফলস সিলিং থেকে কোনও জিনিস নামাতে গিয়েছিলেন ৷ সে সময়ই ওপর থেকে একটি বোমা ঘরের মেঝেতে পড়ে প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে চারদিক।
advertisement
বিস্ফোরণের জেরে আগুনে ঝলসে গিয়ে ঘরের মধ্যে থাকা তিনজন আহত হন। যার মধ্যে তাপস মণ্ডলের আঘাত গুরুতর ৷ তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নীলরতন সরকার হাসপাতাল রেফার করেন চিকিৎসকরা। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
advertisement

advertisement
বিস্ফোরণের জেরে আগুনে ঝলসে গিয়ে ঘরের মধ্যে থাকা তিনজন আহত হন, নিজস্ব ছবি
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। বিজেপি কর্মীর বাড়িতে তল্লাশি চালিয়ে কোনও বোমা উদ্ধার না হলেও এই ঘটনায় বাড়ির মালিক বিজেপিকর্মী প্রফুল্ল মণ্ডল ও তার ছেলে বরুণকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ।
পূর্ব বিধানসভার তৃণমূলের ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী দাবি করেছেন, ‘‘ ভোটের পর থেকেই বিজেপিকর্মীরা এলাকায় সন্ত্রাস করার চেষ্টা করছিল। বাড়িতে বোমা মজুত রাখার ফলে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’’ তিনি দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
advertisement
যদিও দক্ষিণ 24 পরগনা বিজেপি জেলা সভাপতি সুনীপ দাসের দাবি, এই ঘটনার সঙ্গে বিজেপির কোন যোগ নেই ৷ তাঁর অভিযোগ, মিথ্যে ভাবে বিজেপিকে বদনাম করার চেষ্টা চলছে ৷
ঘটনার জেরে থমথমে স্থানীয় এলাকা ৷
প্রতিবেদন-অর্পণ মণ্ডল
Location :
First Published :
June 21, 2021 1:47 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
Baruipur Bomb Blast : বোমা ফেটে বারুইপুরে বিজেপি কর্মীর বাড়িতে অনুষ্ঠানের মধ্যে আহত ৩, গ্রেফতার ২